খণ্ডিত নয়, পূর্ণাঙ্গ তথ্য দিলে ন্যায়বিচারটা প্রতিষ্ঠিত হবে: দুদক চেয়ারম্যান
‘সত্যের পরও সত্য থাকে, তথ্যের পরেও তথ্য থাকে, তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও একটু দেখে নেবেন, কেউ যেন হয়রানি না হয়, সত্যকে সত্য এবং সাদাকে সাদা বলতে হবে। অনেক সময় অনেক তথ্য থেকে যায়, কাউকে হেয় প্রতিপন্ন করা আমাদের কাজ না, খণ্ডিত তথ্য না দিয়ে পূর্ণাঙ্গ তথ্য দিয়ে ন্যায় বিচারটা আমরা প্রতিষ্ঠিত করতে পা