Ajker Patrika

খণ্ডিত নয়, পূর্ণাঙ্গ তথ্য দিলে ন্যায়বিচারটা প্রতিষ্ঠিত হবে: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৫: ২১
খণ্ডিত নয়, পূর্ণাঙ্গ তথ্য দিলে ন্যায়বিচারটা প্রতিষ্ঠিত হবে: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, ‘সংবাদ প্রকাশের ক্ষেত্রে খণ্ডিত তথ্য না দিয়ে পূর্ণাঙ্গ তথ্য দিলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সহজতর হয়।’

আজ বৃহস্পতিবার দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‍্যাক) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সুনীতি’ নামে স্মরণিকার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

দুদক চেয়ারম্যান বলেন, ‘ভালো কাজ সবাই ভালোভাবে দেখে না, অনেকে ত্রুটি দেখে, স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে সমালোচনা করলে কোনো কিছু যায় আসে না, আমি আপনাদের সব সময় সহকর্মী মনে করি, আমাদের এবং আপনাদের উদ্দেশ্য অভিন্ন।’ 

তিনি আরও বলেন, ‘সত্যের পরও সত্য থাকে, তথ্যের পরেও তথ্য থাকে, তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও একটু দেখে নেবেন, কেউ যেন হয়রানি না হয়, সত্যকে সত্য এবং সাদাকে সাদা বলতে হবে। অনেক সময় অনেক তথ্য থেকে যায়, কাউকে হেয় প্রতিপন্ন করা আমাদের কাজ না, খণ্ডিত তথ্য না দিয়ে পূর্ণাঙ্গ তথ্য দিয়ে ন্যায়বিচারটা আমরা প্রতিষ্ঠিত করতে পারব।’ 

দুদকের কমিশনার মোজাম্মেল হক খান বলেন, ‘সুনীতি একটি মূল্যবান দলিল, এখানে অনেকের ছোট ছোট কথা, সুনীতির পক্ষে আমরা আছি, এটাকে ইতিবাচক হিসেবে নেব। এর কথাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। আপনারা এই নীতি ধারণ করতে পারলে ভালো হবে। এখানে ভাবনার খোরাক আছে। কাউকে হয়রানি নয়, দেশের স্বার্থে লিখবেন, তাহলেই দেশ উপকৃত হবে।’ 

দুদকের কমিশনার জহুরুল হক বলেন, ‘আপনারা ভালো সংবাদ করবেন এটাই স্বাভাবিক, নেগেটিভ বলবেন, তবে নেগেটিভ দিয়ে সমাজ প্রতিষ্ঠা হয় না। এ জন্য পজিটিভ নিউজ করেন সমাজকে প্রতিষ্ঠিত করতে হবে।’ 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান ও মো. জহুরুল হক এবং দুদক সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‍্যাকের সভাপতি আহম্মদ ফয়েজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জেমসন মাহবুব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত