সিঁথিতে সিঁদুর দেখে বিয়ের গুঞ্জন, জবাব দিলেন অপু বিশ্বাস
অপু বিশ্বাসের এবারের দুর্গাপূজা কেটেছে কলকাতায়। অনেক বছর পর এবার সেখানে পূজা পালন করলেন তিনি। এর আগে ছোটবেলায় একবার মা-বাবার সঙ্গে গিয়েছিলেন। এবার গেছেন ছেলে জয়কে নিয়ে। ছেলেকে নিয়ে শপিং করেছেন, মণ্ডপে মণ্ডপে ঘুরেছেন, উত্তর কলকাতার কাঁকরগাছি যুবকবৃন্দ ক্লাবের মণ্ডপে অংশ নিয়েছেন সিঁদুর খেলায়।