অপু বিশ্বাসের এবারের দুর্গাপূজা কেটেছে কলকাতায়। অনেক বছর পর এবার সেখানে পূজা পালন করলেন তিনি। এর আগে ছোটবেলায় একবার মা-বাবার সঙ্গে গিয়েছিলেন। এবার গেছেন ছেলে জয়কে নিয়ে। ছেলেকে নিয়ে শপিং করেছেন, মণ্ডপে মণ্ডপে ঘুরেছেন, উত্তর কলকাতার কাঁকরগাছি যুবকবৃন্দ ক্লাবের মণ্ডপে অংশ নিয়েছেন সিঁদুর খেলায়। পূজামণ্ডপে দাঁড়িয়ে কলকাতার কয়েকটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারও দিয়েছেন। ওই সময় অপুর সিঁথিতে ছিল সিঁদুর।
গত বুধবার নিজের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন অপু। ওই ছবিতেও তাঁর সিঁথিতে সিঁদুর স্পষ্ট। তাঁর সিঁথিতে সিঁদুর দেখে এক পক্ষ প্রশ্ন তুলেছে, তবে কি আবার বিয়ে করেছেন অপু বিশ্বাস? বিষয়টি নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা একটি খবর প্রকাশ করেছে, যার শিরোনাম ‘শাকিব খানের সঙ্গে ডিভোর্সের পরও বিজয়াতে অপুর সিঁথিতে সিঁদুর, ফের লুকিয়ে বিয়ে?’
সব মিলিয়ে গুঞ্জনের ডালপালা দিন দিন তীব্র হচ্ছিল। অবশেষে গতকাল সোমবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তাই সিঁদুর পরেছিলাম। তারপর সিঁদুর খেলা ছিল।’ বিষয়টি নিয়ে অযথা গুজব না ছড়িয়ে সবাইকে নিয়মিত বাংলা সিনেমা দেখার আহ্বান জানিয়েছেন অপু বিশ্বাস।
গত বুধবার নিজের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন অপু। ওই ছবিতে তাঁর সিঁথিতে সিঁদুর স্পষ্ট। এক পক্ষ তাই প্রশ্ন তুলেছে, তবে কি আবার বিয়ে করেছেন অপু বিশ্বাস?
এদিকে আজ অভিনেত্রীর জন্মদিন। প্রথমবারের মতো তাঁর এই উপলক্ষ উদ্যাপিত হবে কলকাতায়। সেখানে পরিবারের সঙ্গে জন্মদিনটি পালন করে আগামীকাল ঢাকায় ফিরবেন অপু। তিনি বলেন, ‘এবারই প্রথম জন্মদিনের সময়টা আমি কলকাতায় আছি। এখানে আমার পরিবারের সবাই আছেন। আমার দাদা, বউদি, আমার দিদি, তাঁর সন্তান এবং আমার সন্তান জয়—সবাইকে নিয়ে জন্মদিনটি পালন করব।’
দেশে ফিরে অপু পুরোদমে ব্যস্ত হয়ে পড়বেন ‘লাল শাড়ি’ নিয়ে। তাঁর প্রযোজিত প্রথম সিনেমা এটি। সরকারি অনুদান পাওয়া সিনেমাটি বানাচ্ছেন বন্ধন বিশ্বাস। এরই মধ্যে লাল শাড়ির মহরত হয়ে গেছে। নির্মাতা জানিয়েছেন, আগামী ১ নভেম্বর থেকে টাঙ্গাইলে শুরু হবে সিনেমার শুটিং। একটানা শুটিং শেষ করার ইচ্ছা নির্মাতার। এতে মূল ভূমিকায় অভিনয় করছেন অপু। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, সাইমন সাদিক, দোয়েলসহ অনেকে।
অপু বিশ্বাসের এবারের দুর্গাপূজা কেটেছে কলকাতায়। অনেক বছর পর এবার সেখানে পূজা পালন করলেন তিনি। এর আগে ছোটবেলায় একবার মা-বাবার সঙ্গে গিয়েছিলেন। এবার গেছেন ছেলে জয়কে নিয়ে। ছেলেকে নিয়ে শপিং করেছেন, মণ্ডপে মণ্ডপে ঘুরেছেন, উত্তর কলকাতার কাঁকরগাছি যুবকবৃন্দ ক্লাবের মণ্ডপে অংশ নিয়েছেন সিঁদুর খেলায়। পূজামণ্ডপে দাঁড়িয়ে কলকাতার কয়েকটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারও দিয়েছেন। ওই সময় অপুর সিঁথিতে ছিল সিঁদুর।
গত বুধবার নিজের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন অপু। ওই ছবিতেও তাঁর সিঁথিতে সিঁদুর স্পষ্ট। তাঁর সিঁথিতে সিঁদুর দেখে এক পক্ষ প্রশ্ন তুলেছে, তবে কি আবার বিয়ে করেছেন অপু বিশ্বাস? বিষয়টি নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা একটি খবর প্রকাশ করেছে, যার শিরোনাম ‘শাকিব খানের সঙ্গে ডিভোর্সের পরও বিজয়াতে অপুর সিঁথিতে সিঁদুর, ফের লুকিয়ে বিয়ে?’
সব মিলিয়ে গুঞ্জনের ডালপালা দিন দিন তীব্র হচ্ছিল। অবশেষে গতকাল সোমবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তাই সিঁদুর পরেছিলাম। তারপর সিঁদুর খেলা ছিল।’ বিষয়টি নিয়ে অযথা গুজব না ছড়িয়ে সবাইকে নিয়মিত বাংলা সিনেমা দেখার আহ্বান জানিয়েছেন অপু বিশ্বাস।
গত বুধবার নিজের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন অপু। ওই ছবিতে তাঁর সিঁথিতে সিঁদুর স্পষ্ট। এক পক্ষ তাই প্রশ্ন তুলেছে, তবে কি আবার বিয়ে করেছেন অপু বিশ্বাস?
এদিকে আজ অভিনেত্রীর জন্মদিন। প্রথমবারের মতো তাঁর এই উপলক্ষ উদ্যাপিত হবে কলকাতায়। সেখানে পরিবারের সঙ্গে জন্মদিনটি পালন করে আগামীকাল ঢাকায় ফিরবেন অপু। তিনি বলেন, ‘এবারই প্রথম জন্মদিনের সময়টা আমি কলকাতায় আছি। এখানে আমার পরিবারের সবাই আছেন। আমার দাদা, বউদি, আমার দিদি, তাঁর সন্তান এবং আমার সন্তান জয়—সবাইকে নিয়ে জন্মদিনটি পালন করব।’
দেশে ফিরে অপু পুরোদমে ব্যস্ত হয়ে পড়বেন ‘লাল শাড়ি’ নিয়ে। তাঁর প্রযোজিত প্রথম সিনেমা এটি। সরকারি অনুদান পাওয়া সিনেমাটি বানাচ্ছেন বন্ধন বিশ্বাস। এরই মধ্যে লাল শাড়ির মহরত হয়ে গেছে। নির্মাতা জানিয়েছেন, আগামী ১ নভেম্বর থেকে টাঙ্গাইলে শুরু হবে সিনেমার শুটিং। একটানা শুটিং শেষ করার ইচ্ছা নির্মাতার। এতে মূল ভূমিকায় অভিনয় করছেন অপু। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, সাইমন সাদিক, দোয়েলসহ অনেকে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪