নারী: শক্তিরূপেণ সংস্থিতা
ভোরবেলা সারিতে দাঁড়িয়ে ভিড় ঠেলে লোকাল বাসে করে মেয়েটা কাজে যায়। দূরের পথ, অফিস শেষে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। তাই মেয়েটার কাঁধের ব্যাগে থাকে টিফিন বাটি, জলের ফ্লাস্ক, ভাঁজ করা ছাতা আর পিপার স্প্রের বোতল। প্রতিবেশীরা মেয়েটার মাকে ভয় দেখিয়ে বলেছিল, ফেরার পথে যদি কোনো বিপদ হয়, কে বাঁচাবে?