Ajker Patrika

দুর্গাপূজায় উবারের বিশেষ অফার

ডেস্ক রিপোর্ট
দুর্গাপূজায় উবারের বিশেষ অফার

রাত পোহালেই দুর্গাপূজা। অনেকের আছে নানান পরিকল্পনা পরিবার অথবা বন্ধুদের সঙ্গে। আত্মীয়স্বজনের বাড়ি যাওয়া, মণ্ডপে মণ্ডপে ঘুরে পূজা দেখা এই উৎসবের আনন্দময় অংশ। যাঁরা পরিবারসহ ঢাকায় কিংবা ঢাকার বাইরে ঘুরে পূজা দেখতে চান কিন্তু নিজের গাড়ি নেই, তাঁদের জন্য রাইডশেয়ারিং অ্যাপ উবার নিয়ে এসেছে বিশেষ অফার। উবারের গাড়ি নিয়ে এবার মণ্ডপে মণ্ডপে ঘোরা যাবে।

মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো ব্যাপারটি বেশ মজার। তবে এর জন্য আগে থেকে পরিকল্পনা করা চাই। আপনি যেসব জায়গায় ঘুরে বেড়াতে চান, তার তালিকা তৈরি করুন। কার সঙ্গে ঘুরতে চান, সেটা ঠিক করুন। কী পরতে চান, সেটিও গুরুত্বপূর্ণ।

যদি বেশ কয়েকজন মিলে ঘুরতে চান এবং একই দিনে একাধিক মণ্ডপে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে বেছে নিন রেন্টালস সার্ভিস। এ ক্ষেত্রে আপনি আগে থেকে রাইড বুক করে রাখতে পারেন। আর এই গাড়ি ১০ ঘণ্টার জন্য আপনার সঙ্গে রাখার সুযোগ থাকছে।

সবচেয়ে বড় সুবিধা হলো, এই সার্ভিসে আপনি আপনার পছন্দের জায়গাগুলো ঘুরে দেখার জন্য পর্যাপ্ত সময় পাবেন। পার্কিং, গাড়ির নিরাপত্তা, পরের গন্তব্যে কীভাবে যাবেন— এসব নিয়ে কোনো দুশ্চিন্তাই করতে হবে না। এ ছাড়া রাইডশেয়ারিং সার্ভিসের নিরাপত্তা ফিচারের কারণে যে চালকের সঙ্গে আপনি ও আপনার বন্ধুরা ঘুরে বেড়াবেন, তাঁর পরিচয়ও জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত