ডেস্ক রিপোর্ট
রাত পোহালেই দুর্গাপূজা। অনেকের আছে নানান পরিকল্পনা পরিবার অথবা বন্ধুদের সঙ্গে। আত্মীয়স্বজনের বাড়ি যাওয়া, মণ্ডপে মণ্ডপে ঘুরে পূজা দেখা এই উৎসবের আনন্দময় অংশ। যাঁরা পরিবারসহ ঢাকায় কিংবা ঢাকার বাইরে ঘুরে পূজা দেখতে চান কিন্তু নিজের গাড়ি নেই, তাঁদের জন্য রাইডশেয়ারিং অ্যাপ উবার নিয়ে এসেছে বিশেষ অফার। উবারের গাড়ি নিয়ে এবার মণ্ডপে মণ্ডপে ঘোরা যাবে।
মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো ব্যাপারটি বেশ মজার। তবে এর জন্য আগে থেকে পরিকল্পনা করা চাই। আপনি যেসব জায়গায় ঘুরে বেড়াতে চান, তার তালিকা তৈরি করুন। কার সঙ্গে ঘুরতে চান, সেটা ঠিক করুন। কী পরতে চান, সেটিও গুরুত্বপূর্ণ।
যদি বেশ কয়েকজন মিলে ঘুরতে চান এবং একই দিনে একাধিক মণ্ডপে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে বেছে নিন রেন্টালস সার্ভিস। এ ক্ষেত্রে আপনি আগে থেকে রাইড বুক করে রাখতে পারেন। আর এই গাড়ি ১০ ঘণ্টার জন্য আপনার সঙ্গে রাখার সুযোগ থাকছে।
সবচেয়ে বড় সুবিধা হলো, এই সার্ভিসে আপনি আপনার পছন্দের জায়গাগুলো ঘুরে দেখার জন্য পর্যাপ্ত সময় পাবেন। পার্কিং, গাড়ির নিরাপত্তা, পরের গন্তব্যে কীভাবে যাবেন— এসব নিয়ে কোনো দুশ্চিন্তাই করতে হবে না। এ ছাড়া রাইডশেয়ারিং সার্ভিসের নিরাপত্তা ফিচারের কারণে যে চালকের সঙ্গে আপনি ও আপনার বন্ধুরা ঘুরে বেড়াবেন, তাঁর পরিচয়ও জানা যাবে।
রাত পোহালেই দুর্গাপূজা। অনেকের আছে নানান পরিকল্পনা পরিবার অথবা বন্ধুদের সঙ্গে। আত্মীয়স্বজনের বাড়ি যাওয়া, মণ্ডপে মণ্ডপে ঘুরে পূজা দেখা এই উৎসবের আনন্দময় অংশ। যাঁরা পরিবারসহ ঢাকায় কিংবা ঢাকার বাইরে ঘুরে পূজা দেখতে চান কিন্তু নিজের গাড়ি নেই, তাঁদের জন্য রাইডশেয়ারিং অ্যাপ উবার নিয়ে এসেছে বিশেষ অফার। উবারের গাড়ি নিয়ে এবার মণ্ডপে মণ্ডপে ঘোরা যাবে।
মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো ব্যাপারটি বেশ মজার। তবে এর জন্য আগে থেকে পরিকল্পনা করা চাই। আপনি যেসব জায়গায় ঘুরে বেড়াতে চান, তার তালিকা তৈরি করুন। কার সঙ্গে ঘুরতে চান, সেটা ঠিক করুন। কী পরতে চান, সেটিও গুরুত্বপূর্ণ।
যদি বেশ কয়েকজন মিলে ঘুরতে চান এবং একই দিনে একাধিক মণ্ডপে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে বেছে নিন রেন্টালস সার্ভিস। এ ক্ষেত্রে আপনি আগে থেকে রাইড বুক করে রাখতে পারেন। আর এই গাড়ি ১০ ঘণ্টার জন্য আপনার সঙ্গে রাখার সুযোগ থাকছে।
সবচেয়ে বড় সুবিধা হলো, এই সার্ভিসে আপনি আপনার পছন্দের জায়গাগুলো ঘুরে দেখার জন্য পর্যাপ্ত সময় পাবেন। পার্কিং, গাড়ির নিরাপত্তা, পরের গন্তব্যে কীভাবে যাবেন— এসব নিয়ে কোনো দুশ্চিন্তাই করতে হবে না। এ ছাড়া রাইডশেয়ারিং সার্ভিসের নিরাপত্তা ফিচারের কারণে যে চালকের সঙ্গে আপনি ও আপনার বন্ধুরা ঘুরে বেড়াবেন, তাঁর পরিচয়ও জানা যাবে।
বিশ্বজুড়ে ঘুম নিয়ে সংকট তৈরি হচ্ছে। কোটি কোটি মানুষ দীর্ঘমেয়াদি ঘুমের ঘাটতিতে ভুগছে, যার পেছনে রয়েছে মানসিক চাপ, অতিরিক্ত স্ক্রিন টাইম এবং অনিয়মিত রুটিন। তবে আশার কথা হলো, কিছু দেশ এখন ঘুমের গুরুত্ব উপলব্ধি করছে।
১০ ঘণ্টা আগেপ্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ সুযোগ এনেছে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা। ‘ডিজিটাল নমেড ভিসা’র আওতায় আপনি দেশটিতে এক বছর বসবাস এবং অনলাইনে কাজ করার বৈধ সুযোগ পাবেন। ভিসাটির আবেদন মূল্য মাত্র ১০০ মার্কিন ডলার বা ১২ হাজার ১০০ টাকা (প্রায়)।
১৫ ঘণ্টা আগেতীব্র গরমে নাজেহাল হয়ে কাঁচির ঘ্যাচাং শব্দে পিঠ অব্দি নেমে যাওয়া ঢেউখেলানো চুল কেটে ছোট করে নিলেন। এবার কাঁধ অব্দি চুল নিয়ে তো মহা বিপদ। ছেড়ে রাখলে বাতাসে উড়ে এলোমেলো হয়, আবার বেঁধে রাখলেও যেন কেমন দেখায়। এ কথা সত্য, এমন চুল গুছিয়ে রাখার মতো সুস্থ রাখাও একটু জটিল।
১৮ ঘণ্টা আগেপ্রথমে চুলায় দুধ ফুটিয়ে নিন। এরপর আঁচ বন্ধ করে ১ মিনিট পর এক কাপের ৩ ভাগের ১ ভাগ পানিতে ভিনিগার গুলে তা একটু একটু করে দিয়ে ছানা কেটে নিন। এবার একটি পরিষ্কার কাপড়ে ছানা তুলে পানি ছেঁকে নিন। ছানা ঠান্ডা পানিতে ধুয়ে চিপে চিপে জল নিংড়ে নিতে হবে।
২০ ঘণ্টা আগে