অস্ত্রোপচার ছাড়াই জন্ম নিল ৫ কেজি ওজনের শিশু
ডা. শফিকুল ইসলাম বলেন, ‘সাধারণত ৪ কেজি বা ৮ পাউন্ডের বেশি ওজনের বাচ্চাদের বলা হয় ফিটাল ম্যাক্রোসোমিয়া। শিশুর মা-বাবা ডায়াবেটিক আক্রান্ত অথবা মা-বাবার বেশি ওজন হলে শিশুর এমন ওজন হতে পারে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া ওই নবজাতকের মা-বাবার এমন কোনো রেকর্ড ছিল না। নরমাল ডেলিভারিতে এমন সন্তান...