Ajker Patrika

রেলক্রসিংয়ে মৃত্যুরোধে খানসামায় স্কুলশিক্ষার্থীদের ‘সুরক্ষা প্রজেক্ট’

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
রেলক্রসিংয়ে মৃত্যুরোধে খানসামায় স্কুলশিক্ষার্থীদের সুরক্ষা প্রজেক্ট। ছবি: আজকের পত্রিকা
রেলক্রসিংয়ে মৃত্যুরোধে খানসামায় স্কুলশিক্ষার্থীদের সুরক্ষা প্রজেক্ট। ছবি: আজকের পত্রিকা

অরক্ষিত রেলক্রসিংয়ে প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটছে। নিকটাত্মীয় ও পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা অনেক পরিবার। এই মৃত্যুরোধে অটোমেটিক রেলক্রসিং ‘সুরক্ষা প্রজেক্ট’ এর নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে দিনাজপুরের খানসামা নলবাড়ী উচ্চবিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা।

জীবন রায়, প্রিয়তোষ রায়, মিথিলা আক্তার, আনিকা আক্তার, বৃষ্টি রায়, রিয়া বিশ্বাসসহ অনেকে।

৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আজ সোমবার উপজেলা প্রশাসন এবং বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত বিজ্ঞান মেলায় ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী বিষয় নিয়ে হাজির হয়।

উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকার। এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, মোট ১৯টি স্কুলের ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিপড়ুয়া শিক্ষার্থীরা এই আয়োজনে এসেছে। এই বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর মাধ্যমে মঙ্গলবার শেষ হবে বিজ্ঞান মেলা।

রেলক্রসিং প্রজেক্ট উপস্থাপনকারী শিক্ষার্থী জীবন রায়, প্রিয়তোষ রায়, মিথিলা আক্তার, আনিকা আক্তার, বৃষ্টি রায় ও রিয়া বিশ্বাস জানায়, সম্প্রতি রেলক্রসিংয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। এটি কীভাবে কমানো যায়, সেই লক্ষ্যে এই প্রজেক্ট। এটি সরকারিভাবে বাস্তবায়ন হলে আশা করি, মৃত্যুর হার কমবে।

শিক্ষার্থীরা আরও জানায়, সি++ প্রোগ্রামের মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে সেন্সরের সাহায্যে এই অরক্ষিত রেলক্রসিং নিয়ন্ত্রিত হবে। এতে স্বয়ংক্রিয়ভাবে রেলক্রসিংয়ে গেটম্যান ছাড়াই গেট বন্ধ ও খুলবে। সাইরেনও বাজবে, যেটি ইতিবাচক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত