যাত্রীদের কারপুলিং সেবা দিতে আসছে জিগজ্যাগ কার
বর্তমান এই সময়ে যখন জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী, মানুষ যখন মুদ্রাস্ফীতির চাপে, গণ মানুষের চলাচলের প্রতিটা বাহনেই যখন অসহনীয় ভাড়া, ঠিক সে সময়েই জিগজ্যাগ কার ঘোষণা দিল আসছে তারা শিগগিরই। কারপুলিং সেবা বিশ্বের অন্য দেশ গুলাতে জনপ্রিয় হলেও বাংলাদেশে এটাই প্রথম।