৮ পুকুর বহিরাগতের দখলে
সরকারি বিএম কলেজ ক্যাম্পাসের ৮টি পুকুর এক সময় ছাত্রাবাসের শিক্ষার্থীদের মাছের জোগান দিত। কিন্তু সম্প্রতি পুকুরগুলো দখল চলে গেছে বহিরাগতের। নেটের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। এতে একদিকে যেমন পুকুর কলেজের শিক্ষার্থীরা ব্যবহার করতে পারছেন না, তেমনি এর সৌন্দর্যহানির ঘটছে। এতে বড় ধরনের রাজস্ব হারাচ্ছে বিএম