খান রফিক, বরিশাল
সরকারি বিএম কলেজ ক্যাম্পাসের আটটি পুকুর একসময় ছাত্রাবাসের শিক্ষার্থীদের মাছের জোগান দিত। কিন্তু সম্প্রতি পুকুরগুলোর দখল চলে গেছে বহিরাগতের হাতে। নেটের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। এতে একদিকে যেমন পুকুরটি কলেজের শিক্ষার্থীরা ব্যবহার করতে পারছেন না, তেমনি এর সৌন্দর্যহানি ঘটছে। এতে বড় ধরনের রাজস্ব হারাচ্ছে বিএম কলেজ।
কলেজের একাধিক বিভাগীয় প্রধান জানান, গত জুনে একাডেমিক কাউন্সিলের এক সভায় পুকুরগুলো নিয়মতান্ত্রিক উপায়ে ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ জন্য অধ্যাপক মো. শাহ আলম হাওলাদারকে আহ্বায়ক করে একটি কমিটি কো হয়। সেই কমিটি আলোর মুখ দেখেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক সূত্র জানায় পুকুরগুলো মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল দখল করে নিয়েছেন। তাঁর লোকজন আটটি পুকুরেই নেটের বেড়া দিয়েছে।
এ ব্যাপারে নীরব হোসেন টুটুল বলেন, ‘মাছ চাষের জন্য পুকুরগুলো আমি নিয়েছি।’ নেট থাকায় কলেজের ছাত্রদের পুকুর ব্যবহার করতে না পারার অভিযোগের ব্যাপারে তিনি বলেন, ‘নেট অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পুকুরগুলোর দেখভালের দায়িত্বে থাকা ছাত্রলীগের কর্মী কবির হোসেন বলেন, তিনি কলেজে এক গত বছরে ঢোকেননি, নেটের বেড়াও দেননি।
সরেজমিনে কলেজের সমাজবিজ্ঞান বিভাগ, অশ্বিনী কুমার শিশু নিকেতন, বিএনসিসি ভবন, জীবনানন্দ হল, ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হলের সামনের পাঁচটি পুকুর এবং অশ্বিনী কুমার ছাত্রাবাসের সামনের তিনটি পুকুর নেটের বেড়া দিয়ে আটকে রাখতে দেখা গেছে।
ছাত্রমৈত্রী বিএম কলেজ শাখার সভাপতি আরাফাত হোসেন শাওন বলেন, তারা কলেজ কর্তৃপক্ষকে পুকুরগুলো বহিরাগতদের দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।
বিএম কলেজের পুকুর ইজারা-সংক্রান্ত কমিটির আহ্বায়ক এবং কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক অধ্যাপক মো. শাহ আলম হাওলাদার বলেন, পুকুরের দায়িত্ব অধ্যক্ষের হাতে। তাঁর দায়িত্বকালীন এই পুকুরের একটি মাছ কোনো ছাত্রের ভাগ্যে জোটেনি।
তবে কমিটির সদস্য সহকারী অধ্যাপক মো. মনিরুল আহসান হিরু বলেন, কলেজের পুকুরগুলো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় ইজারা দেওয়ার জন্য যে কমিটি করা হয়েছিল, তার একটা চিঠি পেয়েছিলেন। সভা না হওয়ায় সেই প্রক্রিয়া এগোয়নি।
কলেজের কবি জীবনানন্দ দাশ ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক প্রভাষক বিলাশ মণ্ডল বলেন, পুকুরের দায়িত্ব যাঁকে দিয়েছে, তিনিই হয়তো মাছ চাষের জন্য নেটের বেড়ে দিয়েছেন।
বিএম কলেজের সাবেক উপাধ্যক্ষ ও সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি অধ্যাপক শাহ শাজেদা বলেন, পুরো বিএম কলেজ এখন একটি মাছের ঘের মনে হচ্ছে।
বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া বলেন, পুকুরগুলো ঘিরে যে নেটের বেড়া দেওয়া হয়েছে, তা সরিয়ে ফেলতে বলা হবে। কে বা কারা বেড়া দিয়েছে তা জানা নেই। পুকুরগুলো ইজারা দেওয়া হয়েছে কি না, কিংবা এগুলো থেকে রাজস্ব আয় হচ্ছে কি না—এ প্রসঙ্গে তিনি জানান, এখনই এসব বিষয়ে কিছু বলতে পারবেন না। কলেজের পুকুর কেন ছাত্ররা ব্যবহার করতে পারছেন না, এ প্রশ্নেরও জবাব দেননি অধ্যক্ষ।
সরকারি বিএম কলেজ ক্যাম্পাসের আটটি পুকুর একসময় ছাত্রাবাসের শিক্ষার্থীদের মাছের জোগান দিত। কিন্তু সম্প্রতি পুকুরগুলোর দখল চলে গেছে বহিরাগতের হাতে। নেটের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। এতে একদিকে যেমন পুকুরটি কলেজের শিক্ষার্থীরা ব্যবহার করতে পারছেন না, তেমনি এর সৌন্দর্যহানি ঘটছে। এতে বড় ধরনের রাজস্ব হারাচ্ছে বিএম কলেজ।
কলেজের একাধিক বিভাগীয় প্রধান জানান, গত জুনে একাডেমিক কাউন্সিলের এক সভায় পুকুরগুলো নিয়মতান্ত্রিক উপায়ে ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ জন্য অধ্যাপক মো. শাহ আলম হাওলাদারকে আহ্বায়ক করে একটি কমিটি কো হয়। সেই কমিটি আলোর মুখ দেখেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক সূত্র জানায় পুকুরগুলো মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল দখল করে নিয়েছেন। তাঁর লোকজন আটটি পুকুরেই নেটের বেড়া দিয়েছে।
এ ব্যাপারে নীরব হোসেন টুটুল বলেন, ‘মাছ চাষের জন্য পুকুরগুলো আমি নিয়েছি।’ নেট থাকায় কলেজের ছাত্রদের পুকুর ব্যবহার করতে না পারার অভিযোগের ব্যাপারে তিনি বলেন, ‘নেট অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পুকুরগুলোর দেখভালের দায়িত্বে থাকা ছাত্রলীগের কর্মী কবির হোসেন বলেন, তিনি কলেজে এক গত বছরে ঢোকেননি, নেটের বেড়াও দেননি।
সরেজমিনে কলেজের সমাজবিজ্ঞান বিভাগ, অশ্বিনী কুমার শিশু নিকেতন, বিএনসিসি ভবন, জীবনানন্দ হল, ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হলের সামনের পাঁচটি পুকুর এবং অশ্বিনী কুমার ছাত্রাবাসের সামনের তিনটি পুকুর নেটের বেড়া দিয়ে আটকে রাখতে দেখা গেছে।
ছাত্রমৈত্রী বিএম কলেজ শাখার সভাপতি আরাফাত হোসেন শাওন বলেন, তারা কলেজ কর্তৃপক্ষকে পুকুরগুলো বহিরাগতদের দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।
বিএম কলেজের পুকুর ইজারা-সংক্রান্ত কমিটির আহ্বায়ক এবং কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক অধ্যাপক মো. শাহ আলম হাওলাদার বলেন, পুকুরের দায়িত্ব অধ্যক্ষের হাতে। তাঁর দায়িত্বকালীন এই পুকুরের একটি মাছ কোনো ছাত্রের ভাগ্যে জোটেনি।
তবে কমিটির সদস্য সহকারী অধ্যাপক মো. মনিরুল আহসান হিরু বলেন, কলেজের পুকুরগুলো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় ইজারা দেওয়ার জন্য যে কমিটি করা হয়েছিল, তার একটা চিঠি পেয়েছিলেন। সভা না হওয়ায় সেই প্রক্রিয়া এগোয়নি।
কলেজের কবি জীবনানন্দ দাশ ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক প্রভাষক বিলাশ মণ্ডল বলেন, পুকুরের দায়িত্ব যাঁকে দিয়েছে, তিনিই হয়তো মাছ চাষের জন্য নেটের বেড়ে দিয়েছেন।
বিএম কলেজের সাবেক উপাধ্যক্ষ ও সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি অধ্যাপক শাহ শাজেদা বলেন, পুরো বিএম কলেজ এখন একটি মাছের ঘের মনে হচ্ছে।
বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া বলেন, পুকুরগুলো ঘিরে যে নেটের বেড়া দেওয়া হয়েছে, তা সরিয়ে ফেলতে বলা হবে। কে বা কারা বেড়া দিয়েছে তা জানা নেই। পুকুরগুলো ইজারা দেওয়া হয়েছে কি না, কিংবা এগুলো থেকে রাজস্ব আয় হচ্ছে কি না—এ প্রসঙ্গে তিনি জানান, এখনই এসব বিষয়ে কিছু বলতে পারবেন না। কলেজের পুকুর কেন ছাত্ররা ব্যবহার করতে পারছেন না, এ প্রশ্নেরও জবাব দেননি অধ্যক্ষ।
লক্ষ্মীপুরে ছাত্রলীগ-যুবলীগের পিটুনিতে মানসিক ভারসাম্যহীন ছাত্রদল নেতা সুলতান বাপ্পীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে অনুযায়ী চিকিৎসা করাতে আজ মঙ্গলবার সকালে সুলতান বাপ্পীকে নিয়ে পরিবারের লোকজন ঢাকায় গিয়েছেন।
২৩ মিনিট আগেরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে চলমান আমরণ অনশন ভেঙেছেন ২ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. শওকাত আলী ১০ কার্যদিবসের মধ্যে প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশ্বাস দেওয়ায় ৩৭ ঘণ্টা পর সোমবার (১৮ আগস্ট) রাত ১২টার দিকে অনশন ভাঙেন তাঁরা।
২ ঘণ্টা আগেএবার পানিতে গেল যশোরের মনিরামপুর মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের সাড়ে তিন লাখ টাকা। টিআর ও কলেজ ফান্ডের বরাদ্দের টাকায় নদী খুঁড়ে বালু দিয়ে ভরাটের ১০-১৫ দিনের মাথায় ডুবে গেছে কলেজের মাঠ। এখন কলেজের মাঠে হাঁটুপানি। এ ছাড়া প্রায় এক ফুট পরিমাণ পানিতে ডুবে গেছে ভবনের নিচতলার শ্রেণিকক্ষ।
৮ ঘণ্টা আগেচার বছর ধরে বন্ধ এতিমখানার কার্যক্রম। কিন্তু সরকারি বরাদ্দের টাকা তোলা হচ্ছে নিয়মিত। সিরাজগঞ্জের কাজীপুরে একটি এতিমখানার কমিটির লোকজনের বিরুদ্ধে এই টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামে অবস্থিত এই এতিমখানার নাম ‘মোহাম্মদ আলী শিশুসদন’।
৮ ঘণ্টা আগে