টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে যাত্রীছাউনি ভেঙে জমি দখলের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। উপজেলার বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও বাজারের দীর্ঘদিনের পুরোনো যাত্রী ছাউনিটির দেয়াল ভেঙে দোকানঘরের আঙিনা হিসেবে দখলে নেওয়া হয়েছে।
জানা যায়, বালিগাঁও গ্রামের মো. তোফাজ্জল হোসেন ঢালী নামের এক ব্যক্তি জেলা পরিষদ থেকে যাত্রী ছাউনির পেছনের ২০ ফুট বাই ২০ ফুট লিজ নেন। তবে অভিযোগ রয়েছে, সেখানে লিজের চেয়ে বেশি জমিতে ঘর নির্মাণ করেন। নির্মাণ শেষে রাতের আঁধারে সামনে থাকা যাত্রী ছাউনিটির দেয়াল ভেঙে বালু ভরাট করে দখল করে।
স্থানীয় বাসিন্দা হোসেন জানান, প্রকাশ্যে বাজারের একমাত্র যাত্রী ছাউনিটা দখল করেছে। বাজার কমিটির সাধারণ সম্পাদক আলমগীর মোল্লার নীরবতায় বাজার ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁরা চুপ ছিলেন এবং তাঁদের মাধ্যমেই প্রশাসনকে ম্যানেজ করে প্রকাশ্যে এ ঘর নির্মাণ করে যাত্রীছাউনির জায়গা দখল করেছে তোফাজ্জল হোসেন গং।
বাজারের ব্যবসায়ী রাজিব বলেন, ‘এভাবেই যদি পাবলিক বসার জায়গা দখল হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের ভরসা কোথায়।’
বালিগাঁও বাজার কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির মোল্লা জানান, জনসাধারণের আশ্রয় স্থল ছিল এই যাত্রী-ছাউনিটি। রাতের আঁধারে তোফাজ্জল হোসেন গংয়ের লোকজন যাত্রী ছাউনির দেয়াল ভেঙে জায়গাটি তাঁদের দখলে নিয়ে নেয়। তোফাজ্জল গংয়ের সঙ্গে কথা হলে তারা বলেন, জেলা পরিষদ থেকে লিজ নিয়েছেন।
নির্মাণ করা ঘরের মালিক তোফাজ্জল হোসেন ঢালির ভাই নুরুজ্জামান ঢালি বলেন, ‘আমার ভাই তোফাজ্জল হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি জেলা পরিষদ থেকে জায়গা লিজ এনে ঘর তুলেছেন।’ তিনি বলেন, ‘দেয়াল ভেঙেছি যদি জবাবদিহি করতে হয় প্রশাসনকে করব।’
টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘ঘর নির্মাণের সময় আমি লোক পাঠিয়েছিলাম, তখন নাকি যাত্রীছাউনির বাইরেই ঘর তুলছিলেন। যাত্রী ছাউনি ভেঙে দখলে নিয়ে থাকলে সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে যাত্রীছাউনি ভেঙে জমি দখলের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। উপজেলার বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও বাজারের দীর্ঘদিনের পুরোনো যাত্রী ছাউনিটির দেয়াল ভেঙে দোকানঘরের আঙিনা হিসেবে দখলে নেওয়া হয়েছে।
জানা যায়, বালিগাঁও গ্রামের মো. তোফাজ্জল হোসেন ঢালী নামের এক ব্যক্তি জেলা পরিষদ থেকে যাত্রী ছাউনির পেছনের ২০ ফুট বাই ২০ ফুট লিজ নেন। তবে অভিযোগ রয়েছে, সেখানে লিজের চেয়ে বেশি জমিতে ঘর নির্মাণ করেন। নির্মাণ শেষে রাতের আঁধারে সামনে থাকা যাত্রী ছাউনিটির দেয়াল ভেঙে বালু ভরাট করে দখল করে।
স্থানীয় বাসিন্দা হোসেন জানান, প্রকাশ্যে বাজারের একমাত্র যাত্রী ছাউনিটা দখল করেছে। বাজার কমিটির সাধারণ সম্পাদক আলমগীর মোল্লার নীরবতায় বাজার ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁরা চুপ ছিলেন এবং তাঁদের মাধ্যমেই প্রশাসনকে ম্যানেজ করে প্রকাশ্যে এ ঘর নির্মাণ করে যাত্রীছাউনির জায়গা দখল করেছে তোফাজ্জল হোসেন গং।
বাজারের ব্যবসায়ী রাজিব বলেন, ‘এভাবেই যদি পাবলিক বসার জায়গা দখল হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের ভরসা কোথায়।’
বালিগাঁও বাজার কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির মোল্লা জানান, জনসাধারণের আশ্রয় স্থল ছিল এই যাত্রী-ছাউনিটি। রাতের আঁধারে তোফাজ্জল হোসেন গংয়ের লোকজন যাত্রী ছাউনির দেয়াল ভেঙে জায়গাটি তাঁদের দখলে নিয়ে নেয়। তোফাজ্জল গংয়ের সঙ্গে কথা হলে তারা বলেন, জেলা পরিষদ থেকে লিজ নিয়েছেন।
নির্মাণ করা ঘরের মালিক তোফাজ্জল হোসেন ঢালির ভাই নুরুজ্জামান ঢালি বলেন, ‘আমার ভাই তোফাজ্জল হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি জেলা পরিষদ থেকে জায়গা লিজ এনে ঘর তুলেছেন।’ তিনি বলেন, ‘দেয়াল ভেঙেছি যদি জবাবদিহি করতে হয় প্রশাসনকে করব।’
টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘ঘর নির্মাণের সময় আমি লোক পাঠিয়েছিলাম, তখন নাকি যাত্রীছাউনির বাইরেই ঘর তুলছিলেন। যাত্রী ছাউনি ভেঙে দখলে নিয়ে থাকলে সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪