Ajker Patrika

টঙ্গিবাড়ীতে যাত্রীছাউনি ভেঙে জমি দখল

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৯: ৫৭
টঙ্গিবাড়ীতে যাত্রীছাউনি ভেঙে জমি দখল

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে যাত্রীছাউনি ভেঙে জমি দখলের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। উপজেলার বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও বাজারের দীর্ঘদিনের পুরোনো যাত্রী ছাউনিটির দেয়াল ভেঙে দোকানঘরের আঙিনা হিসেবে দখলে নেওয়া হয়েছে।

জানা যায়, বালিগাঁও গ্রামের মো. তোফাজ্জল হোসেন ঢালী নামের এক ব্যক্তি জেলা পরিষদ থেকে যাত্রী ছাউনির পেছনের ২০ ফুট বাই ২০ ফুট লিজ নেন। তবে অভিযোগ রয়েছে, সেখানে লিজের চেয়ে বেশি জমিতে ঘর নির্মাণ করেন। নির্মাণ শেষে রাতের আঁধারে সামনে থাকা যাত্রী ছাউনিটির দেয়াল ভেঙে বালু ভরাট করে দখল করে।

স্থানীয় বাসিন্দা হোসেন জানান, প্রকাশ্যে বাজারের একমাত্র যাত্রী ছাউনিটা দখল করেছে। বাজার কমিটির সাধারণ সম্পাদক আলমগীর মোল্লার নীরবতায় বাজার ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁরা চুপ ছিলেন এবং তাঁদের মাধ্যমেই প্রশাসনকে ম্যানেজ করে প্রকাশ্যে এ ঘর নির্মাণ করে যাত্রীছাউনির জায়গা দখল করেছে তোফাজ্জল হোসেন গং।

বাজারের ব্যবসায়ী রাজিব বলেন, ‘এভাবেই যদি পাবলিক বসার জায়গা দখল হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের ভরসা কোথায়।’

বালিগাঁও বাজার কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির মোল্লা জানান, জনসাধারণের আশ্রয় স্থল ছিল এই যাত্রী-ছাউনিটি। রাতের আঁধারে তোফাজ্জল হোসেন গংয়ের লোকজন যাত্রী ছাউনির দেয়াল ভেঙে জায়গাটি তাঁদের দখলে নিয়ে নেয়। তোফাজ্জল গংয়ের সঙ্গে কথা হলে তারা বলেন, জেলা পরিষদ থেকে লিজ নিয়েছেন।

নির্মাণ করা ঘরের মালিক তোফাজ্জল হোসেন ঢালির ভাই নুরুজ্জামান ঢালি বলেন, ‘আমার ভাই তোফাজ্জল হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি জেলা পরিষদ থেকে জায়গা লিজ এনে ঘর তুলেছেন।’ তিনি বলেন, ‘দেয়াল ভেঙেছি যদি জবাবদিহি করতে হয় প্রশাসনকে করব।’

টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘ঘর নির্মাণের সময় আমি লোক পাঠিয়েছিলাম, তখন নাকি যাত্রীছাউনির বাইরেই ঘর তুলছিলেন। যাত্রী ছাউনি ভেঙে দখলে নিয়ে থাকলে সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত