গলফ মাঠে ঢুকে পড়ল বিষধর গোখরো সাপ
কোনো খেলার মাঠে হঠাৎ বিষধর একটি সাপ ঢুকে পড়লে কেমন হবে বলুন তো? বেশ একটি ভীতিকর পরিবেশ তৈরি হবে, তাতে সন্দেহ নেই। ঠিক এমনটাই হয়েছে দক্ষিণ আফ্রিকার একটি গলফ মাঠে। তা-ও সেটা যেনতেন সাপ নয়, কেপ কোবরা বা গোখরো। আফ্রিকা মহাদেশের বিষধর সাপগুলোর একটি এটি।