শহরের শীতলতা পালাচ্ছে অপরিকল্পিত নগরায়ণে
দুই দশক আগেও শীত মৌসুমে দেশের শহর-নগরসহ অনেক এলাকা কুয়াশার চাদরে ঢেকে যেত। কিন্তু এখন শীত মৌসুমে শৈত্যপ্রবাহ শুরুর পরই কেবল শীতের আঁচ পাওয়া যায়। আর শীত শেষ হতেই গরমে নাভিশ্বাস অবস্থা হয়। বৈশ্বিক উষ্ণায়ন যে এর জন্য দায়ী, তাতে কোনো সন্দেহ নেই। তবে স্থানীয় পর্যায়ে অপরিকল্পিত নগরায়ণও এর জন্য কম দায়ী নয়।