সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বইছে শীতের হিমেল হাওয়া। গতকাল রোববার ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। তাপমাত্রাও নেমে এসে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এতে হালকা ও মাঝারি ধরনের শীতের পোশাকের চাহিদা বেড়েছে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভ্যানে করে শীতবস্ত্রের জমজমাট বেচাকেনা চলছে। এতে মধ্যবিত্ত, নিম্ন আয়ের মানুষসহ প্রায় সব শ্রেণিপেশার মানুষ এ কাপড় কিনছে।
সরেজমিন দেখা যায়, সিরাজদিখান বাজার, ইছাপুরা বাজার, তালতলা বাজার, নিমতলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্যানে করে শীতের গরম কাপড় বিক্রি করা হচ্ছে। ১০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা মূল্যের পোশাক বিক্রি হয়ে থাকে এই ভ্রাম্যমাণ দোকানগুলোতে। এতে অল্প আয়ের লোকজন সাধ্যের মধ্যে কেনাকাটা করে থাকেন।
থেমে নেই বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানগুলোতে। সেখানে উচ্চবিত্ত পরিবারের লোকজন ছাড়া মধ্যবিত্ত ক্রেতা কেনাকাটা করছেন। ভ্যানে রয়েছে ছোট-বড়দের জ্যাকেট, মাফলার, সোয়েটার, হাত মোজা, কোট ও টুপি। দাম সস্তা হওয়ায় নিম্নবিত্ত ক্রেতাদের কাছে এই কাপড়ের চাহিদাও বেশি।
ভ্যানে আরও রয়েছে মেয়েদের সোয়েটার। দাম মানভেদে ১০০ থেকে ৩০০ টাকা। ছেলেদের সোয়েটার ১০০ থেকে ৩০০ টাকা, ছেলেদের জ্যাকেট ১৫০ থেকে ২৫০ টাকা, বাচ্চাদের সোয়েটার ৮০ থেকে ২০০ টাকা এবং হাতের মোজা ৩০ থেকে ১০০ টাকা। এ ছাড়া এখানে মানভেদে সাধারণ টুপি ৪০ থেকে ১০০ টাকা ও মাফলার ৫০ থেকে ২৫০ টাকায় পাওয়া যায়।
ক্রেতা আশরাফ আলী বলেন, ‘রাস্তার পাশে ভ্যান গাড়িতে শীতের পোশাক বিক্রি করতে দেখে আমার ছেলের জন্য ২০০ টাকা দিয়ে সোয়েটার কিনেছি। আমরা গরিব তাই আমাদের বেশি দামের পোশাক কেনার সামর্থ্য নেই। তাই ভ্যান থেকে পোশাকই আমাদের একমাত্র ভরসা।’
আরেক ক্রেতা ইয়াসমিন আক্তার বলেন, ‘নিজের এবং ছেলেমেয়েদের ব্যবহারের জন্য কম দামে সুন্দর সুন্দর গরম কাপড় কিনে নিয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে ভ্যান থেকে নিজেকে বাছাই করে নিতে অনেক সময় লেগে যায়।’
সরকারি চাকরিজীবী মো. আলম বলেন, ‘ভ্যান থেকে ৩৫০ টাকায় জ্যাকেট কিনেছি। এ ধরনের জ্যাকেট যেকোনো মার্কেটে কিনতে ৬০০-৭০০ টাকা লাগবে।’
ভ্রাম্যমাণ ভ্যানের কাপড় ব্যবসায়ী মো. শাহীন বলেন, ‘প্রতিবছরের মতো এবারও শীতের কাপড় বিক্রি শুরু করেছি। সকালের দিকে ক্রেতাদের ভিড় কম থাকলেও বিকেলের দিকে ভিড় বাড়তে থাকে। আর শীতের কাপড় বিক্রি চলে রাত ৯টা পর্যন্ত।’
ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বইছে শীতের হিমেল হাওয়া। গতকাল রোববার ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। তাপমাত্রাও নেমে এসে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এতে হালকা ও মাঝারি ধরনের শীতের পোশাকের চাহিদা বেড়েছে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভ্যানে করে শীতবস্ত্রের জমজমাট বেচাকেনা চলছে। এতে মধ্যবিত্ত, নিম্ন আয়ের মানুষসহ প্রায় সব শ্রেণিপেশার মানুষ এ কাপড় কিনছে।
সরেজমিন দেখা যায়, সিরাজদিখান বাজার, ইছাপুরা বাজার, তালতলা বাজার, নিমতলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্যানে করে শীতের গরম কাপড় বিক্রি করা হচ্ছে। ১০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা মূল্যের পোশাক বিক্রি হয়ে থাকে এই ভ্রাম্যমাণ দোকানগুলোতে। এতে অল্প আয়ের লোকজন সাধ্যের মধ্যে কেনাকাটা করে থাকেন।
থেমে নেই বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানগুলোতে। সেখানে উচ্চবিত্ত পরিবারের লোকজন ছাড়া মধ্যবিত্ত ক্রেতা কেনাকাটা করছেন। ভ্যানে রয়েছে ছোট-বড়দের জ্যাকেট, মাফলার, সোয়েটার, হাত মোজা, কোট ও টুপি। দাম সস্তা হওয়ায় নিম্নবিত্ত ক্রেতাদের কাছে এই কাপড়ের চাহিদাও বেশি।
ভ্যানে আরও রয়েছে মেয়েদের সোয়েটার। দাম মানভেদে ১০০ থেকে ৩০০ টাকা। ছেলেদের সোয়েটার ১০০ থেকে ৩০০ টাকা, ছেলেদের জ্যাকেট ১৫০ থেকে ২৫০ টাকা, বাচ্চাদের সোয়েটার ৮০ থেকে ২০০ টাকা এবং হাতের মোজা ৩০ থেকে ১০০ টাকা। এ ছাড়া এখানে মানভেদে সাধারণ টুপি ৪০ থেকে ১০০ টাকা ও মাফলার ৫০ থেকে ২৫০ টাকায় পাওয়া যায়।
ক্রেতা আশরাফ আলী বলেন, ‘রাস্তার পাশে ভ্যান গাড়িতে শীতের পোশাক বিক্রি করতে দেখে আমার ছেলের জন্য ২০০ টাকা দিয়ে সোয়েটার কিনেছি। আমরা গরিব তাই আমাদের বেশি দামের পোশাক কেনার সামর্থ্য নেই। তাই ভ্যান থেকে পোশাকই আমাদের একমাত্র ভরসা।’
আরেক ক্রেতা ইয়াসমিন আক্তার বলেন, ‘নিজের এবং ছেলেমেয়েদের ব্যবহারের জন্য কম দামে সুন্দর সুন্দর গরম কাপড় কিনে নিয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে ভ্যান থেকে নিজেকে বাছাই করে নিতে অনেক সময় লেগে যায়।’
সরকারি চাকরিজীবী মো. আলম বলেন, ‘ভ্যান থেকে ৩৫০ টাকায় জ্যাকেট কিনেছি। এ ধরনের জ্যাকেট যেকোনো মার্কেটে কিনতে ৬০০-৭০০ টাকা লাগবে।’
ভ্রাম্যমাণ ভ্যানের কাপড় ব্যবসায়ী মো. শাহীন বলেন, ‘প্রতিবছরের মতো এবারও শীতের কাপড় বিক্রি শুরু করেছি। সকালের দিকে ক্রেতাদের ভিড় কম থাকলেও বিকেলের দিকে ভিড় বাড়তে থাকে। আর শীতের কাপড় বিক্রি চলে রাত ৯টা পর্যন্ত।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫