Ajker Patrika

‘ভ্যান থেকে কেনা পোশাকই আমাদের ভরসা’

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৩: ৩১
‘ভ্যান থেকে কেনা পোশাকই আমাদের ভরসা’

ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বইছে শীতের হিমেল হাওয়া। গতকাল রোববার ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। তাপমাত্রাও নেমে এসে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এতে হালকা ও মাঝারি ধরনের শীতের পোশাকের চাহিদা বেড়েছে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভ্যানে করে শীতবস্ত্রের জমজমাট বেচাকেনা চলছে। এতে মধ্যবিত্ত, নিম্ন আয়ের মানুষসহ প্রায় সব শ্রেণিপেশার মানুষ এ কাপড় কিনছে।

সরেজমিন দেখা যায়, সিরাজদিখান বাজার, ইছাপুরা বাজার, তালতলা বাজার, নিমতলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্যানে করে শীতের গরম কাপড় বিক্রি করা হচ্ছে। ১০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা মূল্যের পোশাক বিক্রি হয়ে থাকে এই ভ্রাম্যমাণ দোকানগুলোতে। এতে অল্প আয়ের লোকজন সাধ্যের মধ্যে কেনাকাটা করে থাকেন।

থেমে নেই বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানগুলোতে। সেখানে উচ্চবিত্ত পরিবারের লোকজন ছাড়া মধ্যবিত্ত ক্রেতা কেনাকাটা করছেন। ভ্যানে রয়েছে ছোট-বড়দের জ্যাকেট, মাফলার, সোয়েটার, হাত মোজা, কোট ও টুপি। দাম সস্তা হওয়ায় নিম্নবিত্ত ক্রেতাদের কাছে এই কাপড়ের চাহিদাও বেশি।

ভ্যানে আরও রয়েছে মেয়েদের সোয়েটার। দাম মানভেদে ১০০ থেকে ৩০০ টাকা। ছেলেদের সোয়েটার ১০০ থেকে ৩০০ টাকা, ছেলেদের জ্যাকেট ১৫০ থেকে ২৫০ টাকা, বাচ্চাদের সোয়েটার ৮০ থেকে ২০০ টাকা এবং হাতের মোজা ৩০ থেকে ১০০ টাকা। এ ছাড়া এখানে মানভেদে সাধারণ টুপি ৪০ থেকে ১০০ টাকা ও মাফলার ৫০ থেকে ২৫০ টাকায় পাওয়া যায়।

ক্রেতা আশরাফ আলী বলেন, ‘রাস্তার পাশে ভ্যান গাড়িতে শীতের পোশাক বিক্রি করতে দেখে আমার ছেলের জন্য ২০০ টাকা দিয়ে সোয়েটার কিনেছি। আমরা গরিব তাই আমাদের বেশি দামের পোশাক কেনার সামর্থ্য নেই। তাই ভ্যান থেকে পোশাকই আমাদের একমাত্র ভরসা।’

আরেক ক্রেতা ইয়াসমিন আক্তার বলেন, ‘নিজের এবং ছেলেমেয়েদের ব্যবহারের জন্য কম দামে সুন্দর সুন্দর গরম কাপড় কিনে নিয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে ভ্যান থেকে নিজেকে বাছাই করে নিতে অনেক সময় লেগে যায়।’

সরকারি চাকরিজীবী মো. আলম বলেন, ‘ভ্যান থেকে ৩৫০ টাকায় জ্যাকেট কিনেছি। এ ধরনের জ্যাকেট যেকোনো মার্কেটে কিনতে ৬০০-৭০০ টাকা লাগবে।’

ভ্রাম্যমাণ ভ্যানের কাপড় ব্যবসায়ী মো. শাহীন বলেন, ‘প্রতিবছরের মতো এবারও শীতের কাপড় বিক্রি শুরু করেছি। সকালের দিকে ক্রেতাদের ভিড় কম থাকলেও বিকেলের দিকে ভিড় বাড়তে থাকে। আর শীতের কাপড় বিক্রি চলে রাত ৯টা পর্যন্ত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত