কোনো সামরিক সংঘাত চাই না: তাইওয়ানের প্রেসিডেন্ট
সম্প্রতি চীন ও তাইওয়ানের মধ্যে চলমান উত্তেজনা বিশ্বজুড়ে শঙ্কার তৈরি করেছে। এই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এক বিবৃতিতে বলেন, তাইওয়ান কারও সঙ্গে সামরিক সংঘাত চায় না। তবে কেউ তার স্বাধীনতা ক্ষুণ্ন করলে, তা প্রতিরোধে তাইওয়ান বিন্দুমাত্র পিছপা হবে না।