পালিয়ে বিয়ের ৭ দিন পর লাশ হলেন তরুণী
যশোরের বাঘারপাড়ায় বিয়ের চার দিন পর বিথি খাতুন (২০) নামে এক তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বিথির পরিবারের দাবি, ছেলেকে অন্যখানে বিয়ে দেওয়ার জন্য বিথিকে শ্বাসরোধে হত্যা করেছেন শ্বশুরবাড়ির লোকজন। তবে স্বামীর পরিবারের দাবি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বিথি।