Ajker Patrika

খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

ঢামেক প্রতিবেদক
খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

রাজধানীর খিলগাঁও ভূঁইয়াপাড়ার একটি বাসায় বাবা মায়ের সঙ্গে অভিমান করে হিরা মনি (২০) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ রোববার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। 

হিরা মনিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। 

তরুণীর মা মজিদা বেগম জানান, তাঁদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার তেতুলিয়া গ্রামে। ছয় মাস আগে প্রেমের সম্পর্কে সে বিয়ে করেছিল হিরা। পরে দুই পরিবার মিলে তাদের বিবাহ বিচ্ছেদ করানো হয়। এরপর থেকে বাবা মায়ের সঙ্গেই থাকত সে। এক ভাই এক বোনের মধ্যে হিরা ছিল বড়। 

মজিদা বেগম আরও জানান, হিরার বাবা সিনজি অটোরিকশা চালায়। সে নিজে বাসা বাড়িতে কাজ করে। বিকেলে তিনি বাসায় ফিরে হিরাকে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ পায় না। পরে বাথরুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে প্রথমে ফরাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায় হিরা। 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান বলেন, হিরার বাবা হিরু মিয়া বাড়ি ভাড়ার পাঁচ হাজার টাকা তার কাছে জমা রেখেছিল। আজ বাড়ি ভাড়া দেওয়ার কথা। হিরার কাছে সেই টাকা চাইলে সে জানায়, সেই টাকা থেকে এক হাজার টাকা সে তার এক বান্ধবীকে ধার দিয়েছে। এ নিয়ে বাবা-মা তাকে বকাঝকা করে। এ বিষয় নিয়ে অভিমানে সে গলায় ফাঁস দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত