Ajker Patrika

কানাডীয় তরুণীকে হাইকমিশনের কাছে হস্তান্তর করলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৪: ২৯
কানাডীয় তরুণীকে হাইকমিশনের কাছে হস্তান্তর করলেন হাইকোর্ট

বাবা-মায়ের কাছে থাকা ১৯ বছরের কানাডীয় তরুণীকে হাইকমিশনের কাছে হস্তান্তর করেছেন হাইকোর্ট। আজ রোববার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীর কাছ থেকে কানাডার হাইকমিশন ওই তরুণীকে বুঝে নেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ এসংক্রান্ত রিট নিষ্পত্তি করে রায় দেন।

আদালত হাইকমিশনকে ওই তরুণীর লেখাপড়া, নিরাপত্তা, চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন। এ ছাড়া তরুণীর বাবা-মা যোগাযোগ করতে চাইলে সেই ব্যবস্থা করতে কানাডীয় হাইকমিশনকে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন। বাবা-মায়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. অজিউল্লাহ। এ সময় তরুণীর বাবা ও কানাডীয় হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এর আগে গত বৃহস্পতিবার কানাডা হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, ওই তরুণীর পড়ালেখা, থাকা-খাওয়ার খরচ বহনসহ সব ধরনের নিরাপত্তা দেবে কানাডা সরকার। ওই দিন তরুণীকে আদালত বলেন, ‘আপনি যেভাবে চান সেভাবেই আমরা আদেশ দেব। আপনি চাইলে এখান থেকেই কানাডীয় হাইকমিশনে চলে যেতে পারবেন। আর চাইলে বাবা-মায়ের সঙ্গে থাকতে পারবেন। তখন তরুণী বাবা-মায়ের সঙ্গে থাকতে চান। পরে আদালত রোববার আদেশের জন্য রাখেন। 

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ওই তরুণীকে আটকে রাখার অভিযোগ ওঠে বাংলাদেশি বাবা-মায়ের বিরুদ্ধে। কানাডীয় হাইকমিশন বিষয়টি নিয়ে আইন ও সালিস কেন্দ্র এবং ব্লাস্টের সঙ্গে যোগাযোগ করলে হাইকোর্টে রিট (হেভিয়াস কর্পাস) করা হয়। পরে গত ১০ এপ্রিল ওই তরুণীকে আদালতে হাজির করা হয়। 

জানা যায়, ১৯ বছর বয়সী ওই তরুণীর জন্ম কানাডায়। কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি। তাঁর বাবা-মাও কানাডায় থাকতেন। ১০ মাস আগে তাঁর বাবা-মা তাঁকে নিয়ে বাংলাদেশে আসেন। এরপর ওই তরুণী কানাডায় ফিরে যেতে চাইলেও তাঁকে যেতে দেওয়া হয়নি। ওই তরুণী ল্যান্ড ফোনে কানাডা ও ঢাকায় কানাডীয় হাইকমিশনকে তাঁকে জোরপূর্বক ঘরবন্দী করে রাখার কথা জানান। তরুণীর ফোন পেয়ে গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর মুগদা থানায় কানাডীয় হাইকমিশন থেকে সাধারণ ডায়েরি করা হয়। তারপর হাইকমিশনের পক্ষ থেকে মানবাধিকার সংগঠন ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করলে হাইকোর্টে রিট করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত