Ajker Patrika

রাজধানীর সেগুনবাগিচা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি
রাজধানীর সেগুনবাগিচা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

রাজধানীর সেগুনবাগিচা তোপখানা রোড এলাকার একটি বাসা থেকে তাসমিয়া তারমীন তাসমি (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা দেড়টার দিকে পুলিশ সংবাদ পেয়ে তোপখানা রোডের নকশী হোম নামের ভবনের ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল আলম জানান, তোপখানা রোডের ওই তরুণী তাঁর পালক বাবা-মার সঙ্গে থাকত। তার পালক বাবার নাম আবুল কাশেম। 

এসআই আরও জানান, পরিবারের কাছ থেকে জানা গেছে, গত দুই দিন আগে তাঁর রুমের দরজা বন্ধ করে দেয় তাসমি। কোন সাড়াশব্দ ছিল না। আজকে দরজা ভেঙে ওই তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় ওই তরুণী জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। প্রায় সময় তাসমি রুমের দরজা বন্ধ করে থাকত। আবার বের হতো। এ কারণে তাঁরা বুঝতে পারেনি। পরে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেওয়া হয়। 

রাশেদুল আলম বলেন, অন্য কোন ঘটনা আছে কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত