অবৈধ মানি এক্সচেঞ্জে সিআইডির অভিযান
অবৈধ মানি এক্সচেঞ্জ কোম্পানি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল মঙ্গলবার রাজধানীর পাঁচ স্থানে একযোগে অভিযান পরিচালনা করে সিআইডি। এ সময় ১৩ জনকে আটক করা হয়। এসব প্রতিষ্ঠান অবৈধভাবে ডলার মজুত, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।