চাকরির পরীক্ষা দিতে এসে কেন্দ্রের তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ে আহত যুবক
রাজধানীর খিলগাঁও স্কুল এন্ড কলেজের তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন চাকরিপ্রার্থী এক পরীক্ষার্থী। তাঁর নাম তারেক মাহমুদ জুয়েল (২৯)। আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে খিলগাঁও সি ব্লকে অবস্থিত ওই কলেজে এই ঘটনা ঘটে।