খামারের আড়ালে তাঁরা গরু ডাকাতি করতেন
গাজীপুর মহানগর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে গরুবাহী ট্রাক থামিয়ে গরু ডাকাতি করে নিজেদের খামারে রেখে বিক্রি করে আসছিল একটি চক্র। এ ডাকাত চক্রের মূল হোতাসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। পরে তাঁদের খামার থেকে ৪১টি গরু, টাকা ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।