অর্ধেক জনবলে ঝুঁকিতে রেল
হুইসেল বাজিয়ে শহর থেকে গ্রাম, নদী-মাঠ পেরিয়ে ছুটে চলে ট্রেন। কিলোমিটারের পর কিলোমিটার ট্রেনের এই অবাধ ছুটে চলা নির্ভর করে জনবলের ওপর। কিন্তু বহু দিন রেলের নিয়োগ বন্ধ। অথচ একের পর এক অবসরে যাচ্ছেন দক্ষ কর্মকর্তা-কর্মচারীরা। ফলে রেলের জনবল এখন প্রয়োজনের তুলনায় অর্ধেকে ঠেকেছে।