Ajker Patrika

চবি সাঁটল ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু 

চবি প্রতিনিধি
চবি সাঁটল ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু 

চট্টগ্রাম রেলস্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী সাঁটল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর বয়স আনুমানিক দশ বছর। রোববার দুপুর সাড়ে ৩টার দিকে ক্যান্টনমেন্ট স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এই নিয়ে দুই দিনে সাঁটল ট্রেনে কাটা পড়ে দুজনের মারা গেল। 

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তালহা জানান, বিশ্ববিদ্যালয়গামী সাঁটল ট্রেন ক্যান্টনমেন্ট স্টেশনে এসে থামার আগে ওই শিশু এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার জন্য লাফ দেয়। এ সময় পা পিছলে সে নিচে পরে গেলে দেহ কয়েক খণ্ডে বিভক্ত হয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
 
ষোলোশহর রেলওয়ে স্টেশন মাস্টার এস এম ফখরুল আলম আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী সাঁটল ট্রেন ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সে সম্ভবত টোকাই হবে। আমরা তাদের ছাদে উঠতে অনেকভাবে নিষেধ করি। কিন্তু তাদের বোঝানো যায় না। 

এর আগে শনিবার চট্টগ্রাম রেলস্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী সাঁটল ট্রেনে কাটা পড়ে মনুজা বেগম (৭০) নামে এক বৃদ্ধা মারা যান। ওই বৃদ্ধা পেশায় একজন ভিক্ষুক ছিলেন। গত শনিবার সকাল ৭টার দিকে নগরীর কদমতলী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রেলগেট সংলগ্ন এলাকায় শাক তুলতে আসেন মনুজা বেগম। একপর্যায়ে রাস্তা পার হতে গেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাঁটল ট্রেনের নিচে কাটা পড়েন। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত