বিনা টিকিটে ট্রেনে চড়া ও আত্মীয়তা
ছোটবেলায় হাসির কমিকস, গল্প পড়তে কিংবা ছবি দেখতে মনটা ব্যাকুল থাকত। বয়সের একটা সময় এসে হুমায়ূন আহমেদ, মমতাজ উদদীন ও আমজাদ হোসেনের লেখা নাটক দেখার জন্য অধীর অপেক্ষায় থাকতাম; বিশেষ করে সেই নাটকগুলো যদি ঈদের বিশেষ আয়োজন হিসেবে দর্শকদের সামনে আসত।