লর্ডসে যে রেকর্ড গড়তে পারেন রেহান
আন্তর্জাতিক ক্রিকেটে রেহান আহমেদের অভিষেক হয়েছে গত বছরই। এবার এক রেকর্ড গড়ার সুযোগ রয়েছে রেহানের। লর্ডসে ২৮ জুন শুরু হবে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। মঈন আলী ফিট থাকবেন কি থাকবেন না, সেই আশঙ্কায় অ্যাশেজের দ্বিতীয় ম্যাচের আগে বিকল্প হিসেবে নেওয়া হয়েছে রেহানকে।