নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। অভিজ্ঞতার বিচারে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে আইরিশরা। এখন পর্যন্ত মাত্র তিনটি টেস্ট খেলেছে তারা। সেখানে দল হিসেবে বাংলাদেশের টেস্ট খেলার সংখ্যা ১৩৬টি।
টেস্টে নিজেরা র্যাঙ্কিংয়ের নিচে হওয়ায় বেশির ভাগ ক্ষেত্রে বাংলাদেশ ওপরের সারির দলগুলোর সঙ্গে খেলে। আয়ারল্যান্ডের বিপক্ষে যেখানে ব্যতিক্রম বলা যায়। র্যাঙ্কিংয়ে বাংলাদেশেরও পেছনে আইরিশরা। আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলার সময় মনোযোগ আরও বেশি রাখতে হয় মনে করেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘ছোট ছোট দলের সঙ্গে খেলতে গেলে কিছু কিছু জিনিস...। আমার কাছে মনে হয় বড় দলের চেয়ে ছোট দলের সঙ্গে বেশি মনোযোগ থাকে। মনোযোগটা বেশি থাকে এ জন্য...হার-জিতের চিন্তা তো আমাদের ব্যাক অব দ্য মাইন্ডে থাকেই। দিনশেষে ভালো করার যে উদ্যোগ এটা কিন্তু করতে হবে। রেকর্ড কিন্তু আপনি দেখেন...ভারতের সঙ্গে ১০০ করলে রেকর্ড থাকবে, আয়ারল্যান্ডের সঙ্গে করলেও ১০০ তা-ই থাকবে। খাতা কিন্তু বদলাবে না। অমুক দল, এ রকম বলা হবে না।
এ ক্ষেত্রে অনুভূতির ব্যাপারটাও একই বলে মনে করেন মিরাজ। তিনি আরও যোগ করেন, ‘আন্তর্জাতিক খেলা তো আন্তর্জাতিক খেলাই। এক নম্বর দলের সঙ্গে খেললেও একই রকম অনুভূতি কাজ করে, দশ নম্বর দলের বিপক্ষে খেললেও একই রকম অনুভূতি কাজ করে আমাদের। যেটা আপনি বললেন ওটা হচ্ছে ফলাফল কী হবে, না হবে। এটা পরের বিষয়। আগের কাজটা তো আমাদের করতে হবে। হারলে কী হবে বা না হবে, তা নিয়ে আমরা কখনো চিন্তিত না। আমরা চেষ্টা করি সব সময় বর্তমানে থাকার জন্য। এখন কী হচ্ছে, কী করব এটার ভেতরই চেষ্টা করি থাকার জন্য।’
আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। অভিজ্ঞতার বিচারে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে আইরিশরা। এখন পর্যন্ত মাত্র তিনটি টেস্ট খেলেছে তারা। সেখানে দল হিসেবে বাংলাদেশের টেস্ট খেলার সংখ্যা ১৩৬টি।
টেস্টে নিজেরা র্যাঙ্কিংয়ের নিচে হওয়ায় বেশির ভাগ ক্ষেত্রে বাংলাদেশ ওপরের সারির দলগুলোর সঙ্গে খেলে। আয়ারল্যান্ডের বিপক্ষে যেখানে ব্যতিক্রম বলা যায়। র্যাঙ্কিংয়ে বাংলাদেশেরও পেছনে আইরিশরা। আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলার সময় মনোযোগ আরও বেশি রাখতে হয় মনে করেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘ছোট ছোট দলের সঙ্গে খেলতে গেলে কিছু কিছু জিনিস...। আমার কাছে মনে হয় বড় দলের চেয়ে ছোট দলের সঙ্গে বেশি মনোযোগ থাকে। মনোযোগটা বেশি থাকে এ জন্য...হার-জিতের চিন্তা তো আমাদের ব্যাক অব দ্য মাইন্ডে থাকেই। দিনশেষে ভালো করার যে উদ্যোগ এটা কিন্তু করতে হবে। রেকর্ড কিন্তু আপনি দেখেন...ভারতের সঙ্গে ১০০ করলে রেকর্ড থাকবে, আয়ারল্যান্ডের সঙ্গে করলেও ১০০ তা-ই থাকবে। খাতা কিন্তু বদলাবে না। অমুক দল, এ রকম বলা হবে না।
এ ক্ষেত্রে অনুভূতির ব্যাপারটাও একই বলে মনে করেন মিরাজ। তিনি আরও যোগ করেন, ‘আন্তর্জাতিক খেলা তো আন্তর্জাতিক খেলাই। এক নম্বর দলের সঙ্গে খেললেও একই রকম অনুভূতি কাজ করে, দশ নম্বর দলের বিপক্ষে খেললেও একই রকম অনুভূতি কাজ করে আমাদের। যেটা আপনি বললেন ওটা হচ্ছে ফলাফল কী হবে, না হবে। এটা পরের বিষয়। আগের কাজটা তো আমাদের করতে হবে। হারলে কী হবে বা না হবে, তা নিয়ে আমরা কখনো চিন্তিত না। আমরা চেষ্টা করি সব সময় বর্তমানে থাকার জন্য। এখন কী হচ্ছে, কী করব এটার ভেতরই চেষ্টা করি থাকার জন্য।’
চোট যেন লিওনেল মেসির এখন মহাশত্রু। মূল একাদশ তো দূরে থাক, বদলি খেলোয়াড় হিসেবেও খেলার মতো অবস্থায় নেই তিনি। ইন্টার মায়ামির সবশেষ দুই ম্যাচই তিনি মিস করেছেন।
২২ মিনিট আগে২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুম শুরুর আগেই ঝামেলায় পড়েছে বার্সেলোনা। মার্ক আন্দ্রে টের স্টেগেন বিরোধ কাটিয়ে বার্সেলোনার অধিনায়কত্ব ফিরে পেয়েছেন ঠিকই। কিন্তু তাঁর চোটই দলকে বেশি চিন্তায় ফেলে দিয়েছে।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ইমাম-উল-হক সবশেষ খেলেছেন এ বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে ২০১৭ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হওয়ার পর তিন সংস্করণ মিলে কোনোমতে ১০০-এর বেশি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ইমাম ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন।
২ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে তুমুল সমালোচিত কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ঘণ্টা বেজে গেছে কদিন আগে। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হয়ে বিসিবিতে এসেছেন টনি হেমিং। পরশু মিরপুরে এসে ঘুরে ঘুরে উইকেটগুলো দেখেন হেমিং। উইকেটের পাশে পুঁইশাকের বাগান দেখে হতভম্ব হয়ে যান তিনি।
৩ ঘণ্টা আগে