নিউজিল্যান্ড সিরিজে বিধ্বস্ত ভারত কী চমক দেখাচ্ছে আগামীকাল
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর এমনিতেই চাপে ভারত। কারণ, আগামীকাল পার্থে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটাই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ভারতের জন্য শেষ সুযোগ। তার ওপর তারকা ক্রিকেটাররা না থাকায় চাপটা বাড়ল ভারতের ওপর।