অনলাইন ডেস্ক
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দুই বছর আগেই বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই মাঠেই বাংলাদেশকে ৪৩ রানে গুটিয়ে দেওয়ার রেকর্ড আছে স্বাগতিকদের। তবে এই স্মৃতি (৪৩ রানে অলআউট) গতকাল সংবাদ সম্মেলনে মনে করানো হলে তেমন একটা আগ্রহ দেখাননি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ মানেই যেকোনো দলের জন্য অতীতের জয়-পরাজয়ের স্মৃতি। ওয়েস্ট ইন্ডিজের মাঠে বাংলাদেশ এখন পর্যন্ত ১০ টেস্ট খেলে জিতেছে কেবল দুটিতে। সেই দুই জয় এসেছে ২০০৯ সালে তুলনামূলক ভঙ্গুর উইন্ডিজের বিপক্ষে। এছাড়া ২০১৮ সালে ৪৩ রানে অলআউটের পাশাপাশি নিকট অতীতে ২০২২ সালে বাংলাদেশ দুই টেস্ট বাজেভাবে হেরেছিল উইন্ডিজের কাছে। টেস্টে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো নয়। উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নেই সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্তর মতো তারকারাও। তবু বাংলাদেশকে সমীহ করছেন ব্র্যাথওয়েট, ‘অতীত নয়, সামনের চ্যালেঞ্জেই নজর রাখতে হবে। আমরা একটি প্রতিভাবান বাংলাদেশ দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। তাই সামনে যা আছে, তা নিয়েই এগোতে হবে। কালকের (আজ) ম্যাচে ভালো শুরু করাটাই আমাদের মূল লক্ষ্য।’
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ গত রাতেই একাদশ প্রকাশ করেছে। অভিজ্ঞ কেমার রোচের সঙ্গে পেস আক্রমণে আছেন আলজারি জোসেফ, জেইডেন সিলস ও শামার জোসেফ। সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। অ্যান্টিগার পেস বান্ধব উইকেটের কথা চিন্তা করেই একাদশে পাঁচ পেসার নিয়েছে উইন্ডিজ, সেটা তো বোঝাই যাচ্ছে। সংবাদ সম্মেলনে ব্র্যাথওয়েট বলেন, ‘পিচটি ভালো দেখাচ্ছে। এখানে সাধারণত পেসাররা কিছু মুভমেন্ট এবং বাউন্স পায়। আমরা কাছাকাছি পিচে প্র্যাকটিস করেছি এবং বল ব্যাটে ভালো আসছিল। আশা করছি, পিচটি পেসারদের জন্য সহায়ক হবে এবং ম্যাচের শেষের দিকে কিছু স্পিন দেখা যেতে পারে।’
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের মাঠ যেন কেমার রোচের জন্য স্বর্গ। এই মাঠে ৯ টেস্টে নিয়েছেন ৫০ উইকেট। তাছাড়া বাংলাদেশের বিপক্ষে তাঁর রেকর্ডও ভালো। ২০.৭৯ গড়ে নিয়েছেন ৪৪ উইকেট। রোচকে নিয়ে ব্র্যাথওয়েট বলেন, ‘কেমার অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ টেস্ট বোলার। মাঠে তার পারফরম্যান্স অসাধারণ। তবে মাঠের বাইরেও তিনি যে তথ্য শেয়ার করেন, তা আমাদের দলের জন্য অমূল্য। তিনি সত্যিকারের নেতা।’ ব্র্যাথওয়েট আরও বলেন, ‘এই মাঠ আমাদের জন্য বিশেষ। ছেলেরা এই ম্যাচ নিয়ে সত্যিই উদগ্রীব। এটি এমন একটি মাঠ যেখানে আমরা খেলতে ভালোবাসি। এখানে খেলে আমরা আনন্দ পাই এবং দল পুরোপুরি প্রস্তুত।’।
ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ নিয়েও বেশ আশাবাদী ব্র্যাথওয়েট। দলে বেশ কয়েকজন নতুন ক্রিকেটার রয়েছেন। যারা চলমান সুপার ৫০ টুর্নামেন্টে খেলে দলে জায়গা পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বলেন, ‘কিছু খেলোয়াড় সুপার ৫০-এ রান পেয়েছে। বছরটি কঠিন হলেও ব্যাটিংয়ে ভালো কিছু পারফরম্যান্স হয়েছে। এই আত্মবিশ্বাসটাই আমাদের এগিয়ে নেবে।’
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও শীর্ষে নেই। তবে এই চক্রে চারটি ম্যাচ বাকি থাকায় ব্র্যাথওয়েটের আশা এখনও টিকে আছে। উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘এই চক্রে আমাদের এখনও চারটি ম্যাচ বাকি। বিশ্বাস রাখলে আমরা তালিকার উপরের দিকে উঠতে পারি। প্রতিটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দুই বছর আগেই বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই মাঠেই বাংলাদেশকে ৪৩ রানে গুটিয়ে দেওয়ার রেকর্ড আছে স্বাগতিকদের। তবে এই স্মৃতি (৪৩ রানে অলআউট) গতকাল সংবাদ সম্মেলনে মনে করানো হলে তেমন একটা আগ্রহ দেখাননি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ মানেই যেকোনো দলের জন্য অতীতের জয়-পরাজয়ের স্মৃতি। ওয়েস্ট ইন্ডিজের মাঠে বাংলাদেশ এখন পর্যন্ত ১০ টেস্ট খেলে জিতেছে কেবল দুটিতে। সেই দুই জয় এসেছে ২০০৯ সালে তুলনামূলক ভঙ্গুর উইন্ডিজের বিপক্ষে। এছাড়া ২০১৮ সালে ৪৩ রানে অলআউটের পাশাপাশি নিকট অতীতে ২০২২ সালে বাংলাদেশ দুই টেস্ট বাজেভাবে হেরেছিল উইন্ডিজের কাছে। টেস্টে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো নয়। উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নেই সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্তর মতো তারকারাও। তবু বাংলাদেশকে সমীহ করছেন ব্র্যাথওয়েট, ‘অতীত নয়, সামনের চ্যালেঞ্জেই নজর রাখতে হবে। আমরা একটি প্রতিভাবান বাংলাদেশ দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। তাই সামনে যা আছে, তা নিয়েই এগোতে হবে। কালকের (আজ) ম্যাচে ভালো শুরু করাটাই আমাদের মূল লক্ষ্য।’
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ গত রাতেই একাদশ প্রকাশ করেছে। অভিজ্ঞ কেমার রোচের সঙ্গে পেস আক্রমণে আছেন আলজারি জোসেফ, জেইডেন সিলস ও শামার জোসেফ। সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। অ্যান্টিগার পেস বান্ধব উইকেটের কথা চিন্তা করেই একাদশে পাঁচ পেসার নিয়েছে উইন্ডিজ, সেটা তো বোঝাই যাচ্ছে। সংবাদ সম্মেলনে ব্র্যাথওয়েট বলেন, ‘পিচটি ভালো দেখাচ্ছে। এখানে সাধারণত পেসাররা কিছু মুভমেন্ট এবং বাউন্স পায়। আমরা কাছাকাছি পিচে প্র্যাকটিস করেছি এবং বল ব্যাটে ভালো আসছিল। আশা করছি, পিচটি পেসারদের জন্য সহায়ক হবে এবং ম্যাচের শেষের দিকে কিছু স্পিন দেখা যেতে পারে।’
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের মাঠ যেন কেমার রোচের জন্য স্বর্গ। এই মাঠে ৯ টেস্টে নিয়েছেন ৫০ উইকেট। তাছাড়া বাংলাদেশের বিপক্ষে তাঁর রেকর্ডও ভালো। ২০.৭৯ গড়ে নিয়েছেন ৪৪ উইকেট। রোচকে নিয়ে ব্র্যাথওয়েট বলেন, ‘কেমার অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ টেস্ট বোলার। মাঠে তার পারফরম্যান্স অসাধারণ। তবে মাঠের বাইরেও তিনি যে তথ্য শেয়ার করেন, তা আমাদের দলের জন্য অমূল্য। তিনি সত্যিকারের নেতা।’ ব্র্যাথওয়েট আরও বলেন, ‘এই মাঠ আমাদের জন্য বিশেষ। ছেলেরা এই ম্যাচ নিয়ে সত্যিই উদগ্রীব। এটি এমন একটি মাঠ যেখানে আমরা খেলতে ভালোবাসি। এখানে খেলে আমরা আনন্দ পাই এবং দল পুরোপুরি প্রস্তুত।’।
ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ নিয়েও বেশ আশাবাদী ব্র্যাথওয়েট। দলে বেশ কয়েকজন নতুন ক্রিকেটার রয়েছেন। যারা চলমান সুপার ৫০ টুর্নামেন্টে খেলে দলে জায়গা পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বলেন, ‘কিছু খেলোয়াড় সুপার ৫০-এ রান পেয়েছে। বছরটি কঠিন হলেও ব্যাটিংয়ে ভালো কিছু পারফরম্যান্স হয়েছে। এই আত্মবিশ্বাসটাই আমাদের এগিয়ে নেবে।’
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও শীর্ষে নেই। তবে এই চক্রে চারটি ম্যাচ বাকি থাকায় ব্র্যাথওয়েটের আশা এখনও টিকে আছে। উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘এই চক্রে আমাদের এখনও চারটি ম্যাচ বাকি। বিশ্বাস রাখলে আমরা তালিকার উপরের দিকে উঠতে পারি। প্রতিটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
৩ ঘণ্টা আগে১৫ মে ফিফার ৭৫ তম কংগ্রেস হবে প্যারাগুয়েতে। এতে অংশ নিতে ভোর ৪টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। কিন্তু বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় তাঁকে। এমনটাই জানিয়েছে বাফু
৪ ঘণ্টা আগেবিশ্বের সেরা ক্লাব থেকে কার্লো আনচেলত্তির ঠিকানা এখন ব্রাজিলে। দীর্ঘ দিন লেগে থাকা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেন আকুতিই মেটালেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। নিজেদের পছন্দের কোচকে পেয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) বেশ উচ্ছ্বসিত। কোচকে সুখে রাখতে কোনো কিছুরই কমতি রাখতে চাইছে না তারা।
৫ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
৬ ঘণ্টা আগে