বোকা বানিয়ে টিকটক ভিডিও বানাল মেয়ে, রাতারাতি ভাইরাল অস্কারজয়ী স্করসেসি
ট্যাক্সি ড্রাইভার, দ্য উলফ অব দ্য ওয়াল স্ট্রিট এবং সাম্প্রতিক সময়ের কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন–এর মতো জনপ্রিয় সিনেমার নির্মাতা মার্টিন স্করসেসি। ‘দুর্ঘটনাক্রমে’ হয়ে উঠলেন টিকটক তারকা! অবশ্য স্বেচ্ছায় নয়, অনেকটা বোকা বানিয়েই তাঁকে দিয়ে টিকটক ভিডিও বানিয়েছেন মেয়ে ফ্রান্সেসকা স্করসেসি।