বিভিন্ন ওয়েবসাইটকে কনটেন্ট এমবেড (বাইরের ওয়েবসাইট বা পেজ থেকে কনটেন্ট যুক্ত করা) করার অনুমতি দিল স্ন্যাপচ্যাট। এর মাধ্যমে বিভিন্ন লেন্স, স্পটলাইট ভিডিও, পাবলিক স্টোরি ও প্রোফাইল এমবেড করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
স্ন্যাপচ্যাটে কনটেন্ট কোনো ওয়েবসাইটে এমবেড করার প্রক্রিয়া করার খুব সহজ। ব্যবহারকারীরা স্টোরি, ভিডিও বা লেন্স এমবেড করতে চাইলে ডেস্কটপের ব্রাউজারে কনটেন্টেটি খুলতে হবে এবং এর লিংকে ঢুকতে হবে। শেয়ার শীটের এমবেডেড বাটনে ক্লিকের মাধ্যমে কোড কপি করে ব্যবহারকারীরা পছন্দের সাইটে পোস্ট করতে পারবে।
গ্রাহকেরও জন্য আরও উপযোগী করে তুলতে ২০২২ সালে জুলাইয়ে মেসেজ ও স্ন্যাপ পাঠানোর ফিচার যুক্ত করা হয় স্ন্যাপচ্যাটের ওয়েবসাইটে। শুধুমাত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের স্ন্যাপচ্যাট প্লাসের ব্যবহারকারীদের জন্য স্ন্যাপচ্যাট ওয়েবের প্রাথমিক ভার্সন উন্মুক্ত ছিল। তবে, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে সকল ব্যবহারকারীদের এই সুবিধা দেওয়া হয়।
স্ন্যাপচ্যাটের প্রতিদ্বন্দ্বী ইনস্টাগ্রাম ও টিকটক অনেক আগে থেকেই এই এমবেড করার সুবিধা দিয়ে আসছে। এর মাধ্যমে ব্লগ ও নতুন সাইটের কনটেন্ট সেসব প্ল্যাটফর্মে যুক্ত করা যায়। নতুন ফিচারটি অ্যাপ ও ওয়োবসাইটে ট্রাফিক বাড়াবে বলে স্ন্যাপচ্যাট আশা করছে।
স্ন্যাপচ্যাটের সিইও ইভান স্পিগেলের কর্মীদের দেওয়া এক নথির কথা প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে উল্লেখ্য করা হয়।
নথিতে বলা হয়, ২০২৪ সালের মধ্যে প্ল্যাটফর্মে ৪ হাজার ৭৫০ লাখেরও বেশি ব্যবহারকারী সক্রিয় রাখতে চায় স্ন্যাপচ্যাট। প্রতিবেদনে আরও বলা হয়, স্ন্যাপচ্যাট প্লাসে ১৪০ লাখ ব্যবহারকারী পেতে চান ও বিজ্ঞাপন ছাড়াই ৫০ কোটি ডলার আয় করতে চায় এই প্ল্যাটফর্ম।
স্ন্যাপচ্যাট জানিয়েছে, গত মাসে স্ন্যাপচ্যাট প্লাসে ব্যবহারকারীর সংখ্যা ৫০ লাখ অতিক্রম করেছে।
ভার্জ বলেছে, বিজ্ঞাপনী আয় প্রতি বছর ২০ শতাংশ বাড়াবে বলে কোম্পানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিভিন্ন ওয়েবসাইটকে কনটেন্ট এমবেড (বাইরের ওয়েবসাইট বা পেজ থেকে কনটেন্ট যুক্ত করা) করার অনুমতি দিল স্ন্যাপচ্যাট। এর মাধ্যমে বিভিন্ন লেন্স, স্পটলাইট ভিডিও, পাবলিক স্টোরি ও প্রোফাইল এমবেড করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
স্ন্যাপচ্যাটে কনটেন্ট কোনো ওয়েবসাইটে এমবেড করার প্রক্রিয়া করার খুব সহজ। ব্যবহারকারীরা স্টোরি, ভিডিও বা লেন্স এমবেড করতে চাইলে ডেস্কটপের ব্রাউজারে কনটেন্টেটি খুলতে হবে এবং এর লিংকে ঢুকতে হবে। শেয়ার শীটের এমবেডেড বাটনে ক্লিকের মাধ্যমে কোড কপি করে ব্যবহারকারীরা পছন্দের সাইটে পোস্ট করতে পারবে।
গ্রাহকেরও জন্য আরও উপযোগী করে তুলতে ২০২২ সালে জুলাইয়ে মেসেজ ও স্ন্যাপ পাঠানোর ফিচার যুক্ত করা হয় স্ন্যাপচ্যাটের ওয়েবসাইটে। শুধুমাত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের স্ন্যাপচ্যাট প্লাসের ব্যবহারকারীদের জন্য স্ন্যাপচ্যাট ওয়েবের প্রাথমিক ভার্সন উন্মুক্ত ছিল। তবে, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে সকল ব্যবহারকারীদের এই সুবিধা দেওয়া হয়।
স্ন্যাপচ্যাটের প্রতিদ্বন্দ্বী ইনস্টাগ্রাম ও টিকটক অনেক আগে থেকেই এই এমবেড করার সুবিধা দিয়ে আসছে। এর মাধ্যমে ব্লগ ও নতুন সাইটের কনটেন্ট সেসব প্ল্যাটফর্মে যুক্ত করা যায়। নতুন ফিচারটি অ্যাপ ও ওয়োবসাইটে ট্রাফিক বাড়াবে বলে স্ন্যাপচ্যাট আশা করছে।
স্ন্যাপচ্যাটের সিইও ইভান স্পিগেলের কর্মীদের দেওয়া এক নথির কথা প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে উল্লেখ্য করা হয়।
নথিতে বলা হয়, ২০২৪ সালের মধ্যে প্ল্যাটফর্মে ৪ হাজার ৭৫০ লাখেরও বেশি ব্যবহারকারী সক্রিয় রাখতে চায় স্ন্যাপচ্যাট। প্রতিবেদনে আরও বলা হয়, স্ন্যাপচ্যাট প্লাসে ১৪০ লাখ ব্যবহারকারী পেতে চান ও বিজ্ঞাপন ছাড়াই ৫০ কোটি ডলার আয় করতে চায় এই প্ল্যাটফর্ম।
স্ন্যাপচ্যাট জানিয়েছে, গত মাসে স্ন্যাপচ্যাট প্লাসে ব্যবহারকারীর সংখ্যা ৫০ লাখ অতিক্রম করেছে।
ভার্জ বলেছে, বিজ্ঞাপনী আয় প্রতি বছর ২০ শতাংশ বাড়াবে বলে কোম্পানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
২ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
৪ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৮ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৮ ঘণ্টা আগে