কিশোরগঞ্জ প্রতিনিধি
কাজের সূত্রে পাঁচ বছর আগে মালয়েশিয়ায় যান কিশোরগঞ্জের নিকলী উপজেলার আদনান রকি জোবান (২৬)। সেখানেই টিকটকে পরিচয় হয় সে দেশের তরুণী লায়লা নূর আব্দুল্লাহর (২১) সঙ্গে। টিকটক থেকে আইডি সংগ্রহ করার পর তাঁরা ফেসবুক বন্ধু হন। এক সময় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সাত মাসের পরিচয়ের সূত্র ধরে তিন মাস আগে জোবান ও লায়লা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে লায়লার ইচ্ছা ছিল, তিনি বাংলাদেশে গিয়ে সে দেশের সংস্কৃতিতে বিয়ে করবেন জোবানকে। এই ইচ্ছা পূরণের জন্য গত ২৭ সেপ্টেম্বর রাতে জোবানের সঙ্গে বাংলাদেশে আসেন তিনি। দুজনের সঙ্গে আসেন লায়লার এক চাচাতো বোন। গত ৬ অক্টোবর (শুক্রবার) মহাধুমধামে দুজনের বিয়ের অনুষ্ঠান হয়।
মালয়েশিয়ার পেরাক প্রদেশের আব্দুল্লাহ ও নূর আশেকিন দম্পতির দুই ছেলে ও এক মেয়ের মধ্যে লায়লা নূর আব্দুল্লাহ সবার বড়। লায়লা কেনাঙ্গা পয়েন্ট কন্ডামিনিমামের নিউ এরা কলেজ ইউনিভার্সিটিতে ব্যাচেলর অব ল’ এনফোর্সমেন্টের (অনার্স) শিক্ষার্থী।
আজ রোববার নিকলী উপজেলার দামপাড়া গোয়ালহাটি গ্রামে আদনান রকি জোবানের বাড়ি গিয়ে তাঁর থেকেই জানা গেল দুজনের গল্প।
স্থানীয় বাসিন্দারা জানান, বিয়ের আগের দিন ৫ অক্টোবর বিশাল আয়োজনে দুজনের গায়েহলুদ অনুষ্ঠিত হয়। গায়েহলুদের অনুষ্ঠানে লায়লা এবং জোবান উভয়ে নেচে-গেয়ে সবাইকে আনন্দ দেন। এরপর ৬ অক্টোবর দুপুরে দামপাড়া গোয়ালহাটি গ্রামের বাড়িতে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিয়েতে দামপাড়া গ্রামের সব মানুষকে দাওয়াত দেওয়া হয়। খাওয়া-দাওয়া শেষে বিকেলে ইসলামি বিধান অনুযায়ী তাঁদের বিয়ে অনুষ্ঠিত হয়।
দামপাড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, তাঁদের বিয়ে নিয়ে এলাকাবাসী উচ্ছ্বসিত। বউ দেখার জন্য আদনান রকি জোবানের বাড়িতে মানুষের ভিড় লেগেই রয়েছে।
কাজের সূত্রে পাঁচ বছর আগে মালয়েশিয়ায় যান কিশোরগঞ্জের নিকলী উপজেলার আদনান রকি জোবান (২৬)। সেখানেই টিকটকে পরিচয় হয় সে দেশের তরুণী লায়লা নূর আব্দুল্লাহর (২১) সঙ্গে। টিকটক থেকে আইডি সংগ্রহ করার পর তাঁরা ফেসবুক বন্ধু হন। এক সময় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সাত মাসের পরিচয়ের সূত্র ধরে তিন মাস আগে জোবান ও লায়লা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে লায়লার ইচ্ছা ছিল, তিনি বাংলাদেশে গিয়ে সে দেশের সংস্কৃতিতে বিয়ে করবেন জোবানকে। এই ইচ্ছা পূরণের জন্য গত ২৭ সেপ্টেম্বর রাতে জোবানের সঙ্গে বাংলাদেশে আসেন তিনি। দুজনের সঙ্গে আসেন লায়লার এক চাচাতো বোন। গত ৬ অক্টোবর (শুক্রবার) মহাধুমধামে দুজনের বিয়ের অনুষ্ঠান হয়।
মালয়েশিয়ার পেরাক প্রদেশের আব্দুল্লাহ ও নূর আশেকিন দম্পতির দুই ছেলে ও এক মেয়ের মধ্যে লায়লা নূর আব্দুল্লাহ সবার বড়। লায়লা কেনাঙ্গা পয়েন্ট কন্ডামিনিমামের নিউ এরা কলেজ ইউনিভার্সিটিতে ব্যাচেলর অব ল’ এনফোর্সমেন্টের (অনার্স) শিক্ষার্থী।
আজ রোববার নিকলী উপজেলার দামপাড়া গোয়ালহাটি গ্রামে আদনান রকি জোবানের বাড়ি গিয়ে তাঁর থেকেই জানা গেল দুজনের গল্প।
স্থানীয় বাসিন্দারা জানান, বিয়ের আগের দিন ৫ অক্টোবর বিশাল আয়োজনে দুজনের গায়েহলুদ অনুষ্ঠিত হয়। গায়েহলুদের অনুষ্ঠানে লায়লা এবং জোবান উভয়ে নেচে-গেয়ে সবাইকে আনন্দ দেন। এরপর ৬ অক্টোবর দুপুরে দামপাড়া গোয়ালহাটি গ্রামের বাড়িতে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিয়েতে দামপাড়া গ্রামের সব মানুষকে দাওয়াত দেওয়া হয়। খাওয়া-দাওয়া শেষে বিকেলে ইসলামি বিধান অনুযায়ী তাঁদের বিয়ে অনুষ্ঠিত হয়।
দামপাড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, তাঁদের বিয়ে নিয়ে এলাকাবাসী উচ্ছ্বসিত। বউ দেখার জন্য আদনান রকি জোবানের বাড়িতে মানুষের ভিড় লেগেই রয়েছে।
দাবিকৃত টাকা না পেয়ে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগে নগর গোয়েন্দা পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক নারী। গতকাল সোমবার চট্টগ্রামে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে এই মামলাটি হয়।
৮ মিনিট আগেরাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট খোলার সাত দিন পর বন্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রের ব্যবস্থাপক (প্রকৌশলী) মাহমুদ হাসান। তিনি জানান, গতকাল সোমবার রাত ৯টার দিকে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৭ দশমিক ৩৪ ফুট ‘মিন সি
৮ মিনিট আগেগোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
১৮ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগে