ক্যাপকাট, টুইচ, সোশ্যালপাইলট ও প্রিমিয়ার প্রো থেকে সরাসরি ভিডিও শেয়ার (ডাইরেক্ট পোস্ট) করার ফিচার আনল টিকটক। থার্ড পার্টি অ্যাপ ডেভেলপারদের লক্ষ্য করে নতুন ফিচারটি তৈরি হয়েছে। টেককাঞ্চের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
টিকটকের ‘শেয়ার টু’ ইন্টিগ্রেশনের ওপর ভিত্তি করে এই ফিচার তৈরি করা হয়েছে, যার মাধ্যমে থার্ড পার্টি অ্যাপগুলো টিকটকে ভিডিও প্রকাশের সময় নিজেদের হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবে।
ডাইরেক্ট পোস্টের মাধ্যমে অ্যাপগুলো শুধুমাত্র টিকটকে ভিডিও পোস্টসহ অন্যান্য সুবিধাও পাবে। নিজস্ব প্ল্যাটফর্মের অভ্যন্তরে ক্যাপশন সেট ও অডিয়েন্স সেটিংস করে একটিমাত্র ক্লিকের মাধ্যমে এই তথ্য টিকটকে শেয়ার করা যাবে। এ ছাড়া ফিচারটির মাধ্যমে ক্রিয়েটররা ভিডিও প্রকাশের সময়ও নির্ধারণ করতে পারবে। এ জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মটি ব্যবহার করা যাবে।
টিকটকে ফিচারটি যুক্ত করার ফলে বিভিন্ন সৃজনশীল অ্যাপ ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল–এআইভিত্তিক প্রযুক্তি যেগুলো ভিডিও সম্পাদনায় সাহায্য করে।
এই ফিচার থার্ড পার্টি অ্যাপগুলোয় টিকটক ক্রিয়েটরদের আসল অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। টিকটকের সঙ্গে অংশীদারত্ব করেছে এমন অ্যাপ গুলিকে সরাসরি কনটেন্ট পোস্ট করার জন্য এপিআই ব্যবহার করার অনুমতি দেওয়ার আগে একটি অডিটিং প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হবে।
অ্যাডোবি টিকটকের নতুন ফিচারের মূল অংশীদার হওয়ায় কোম্পানির ম্যাক্স কনফারেন্সে নতুন এআই সফটওয়্যার ও প্রযুক্তি উন্মোচন করেছেন। কোম্পানিটি এখন থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ডাইরেক্ট পোস্টের সুবিধা দেবে। ফলে এআইভিত্তিক ভিডিও এডিটিং টুল ও অ্যাডোবি এক্সপ্রেস ব্যবহার করে টিকটিকে সরাসরি পোস্ট করা যাবে।
অ্যাডোবির ক্রিয়েটিভ ক্লাউড প্রোডাক্ট মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট দিপা সুব্রামানিয়াম বলেন, অন্য সময়ের তুলনায় বর্তমানে দ্রুত কনটেন্ট প্রকাশ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। সব পর্যায়ের ক্রিয়েটরদের দক্ষতা বৃদ্ধির জন্য কোনো বাঁধা ছাড়া নতুন নতুন টুলের ব্যবহার করা প্রয়োজন। অ্যাডোবি এক্সপ্রেস ও প্রিমিয়াম প্রোতে টিকটকের নতুন ডাইরেক্ট পোস্ট ফিচারের মাধ্যমে ক্রিয়েটররা দ্রুত ও ভালো মানের কনটেন্ট প্রকাশ করতে পারবে।
টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স আরেকটি ভিডিও এডিটিং টুল হল ক্যাপকাট। এই অ্যাপে ১০ কোটি ব্যবহারকারী রয়েছে। এই অ্যাপের এডিট করা ভিডিওগুলো সরাসরি টিকটকে প্রকাশ করা যাবে।
এ ছাড়া টুইচ স্ট্রিমাররা প্ল্যাটফর্মটির টুইচ ক্লিপ এডিটর ব্যবহার করে তাদের ভিডিওগুলো প্রোট্রেইট মোডে পরিবর্তন করে টুইটারে শেয়ার করতে পারবে। ভিডিওগুলো টিকটকে ড্রাফট হিসেবেও এক্সপোর্ট করা যাবে, যাতে পরবর্তীতে ভিডিওগুলো এডিট করা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমের মার্কেটিং টুল সোশ্যালপাইলটও এই ফিচারটি গ্রহণ করেছে। পেশাদার, দল, এজেন্সি ও ব্যবসায়ীদের স্বয়ংক্রিয়ভাবে কনটেন্ট পোস্টের সুবিধা দেবে।
ক্যাপকাট, টুইচ, সোশ্যালপাইলট ও প্রিমিয়ার প্রো থেকে সরাসরি ভিডিও শেয়ার (ডাইরেক্ট পোস্ট) করার ফিচার আনল টিকটক। থার্ড পার্টি অ্যাপ ডেভেলপারদের লক্ষ্য করে নতুন ফিচারটি তৈরি হয়েছে। টেককাঞ্চের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
টিকটকের ‘শেয়ার টু’ ইন্টিগ্রেশনের ওপর ভিত্তি করে এই ফিচার তৈরি করা হয়েছে, যার মাধ্যমে থার্ড পার্টি অ্যাপগুলো টিকটকে ভিডিও প্রকাশের সময় নিজেদের হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবে।
ডাইরেক্ট পোস্টের মাধ্যমে অ্যাপগুলো শুধুমাত্র টিকটকে ভিডিও পোস্টসহ অন্যান্য সুবিধাও পাবে। নিজস্ব প্ল্যাটফর্মের অভ্যন্তরে ক্যাপশন সেট ও অডিয়েন্স সেটিংস করে একটিমাত্র ক্লিকের মাধ্যমে এই তথ্য টিকটকে শেয়ার করা যাবে। এ ছাড়া ফিচারটির মাধ্যমে ক্রিয়েটররা ভিডিও প্রকাশের সময়ও নির্ধারণ করতে পারবে। এ জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মটি ব্যবহার করা যাবে।
টিকটকে ফিচারটি যুক্ত করার ফলে বিভিন্ন সৃজনশীল অ্যাপ ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল–এআইভিত্তিক প্রযুক্তি যেগুলো ভিডিও সম্পাদনায় সাহায্য করে।
এই ফিচার থার্ড পার্টি অ্যাপগুলোয় টিকটক ক্রিয়েটরদের আসল অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। টিকটকের সঙ্গে অংশীদারত্ব করেছে এমন অ্যাপ গুলিকে সরাসরি কনটেন্ট পোস্ট করার জন্য এপিআই ব্যবহার করার অনুমতি দেওয়ার আগে একটি অডিটিং প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হবে।
অ্যাডোবি টিকটকের নতুন ফিচারের মূল অংশীদার হওয়ায় কোম্পানির ম্যাক্স কনফারেন্সে নতুন এআই সফটওয়্যার ও প্রযুক্তি উন্মোচন করেছেন। কোম্পানিটি এখন থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ডাইরেক্ট পোস্টের সুবিধা দেবে। ফলে এআইভিত্তিক ভিডিও এডিটিং টুল ও অ্যাডোবি এক্সপ্রেস ব্যবহার করে টিকটিকে সরাসরি পোস্ট করা যাবে।
অ্যাডোবির ক্রিয়েটিভ ক্লাউড প্রোডাক্ট মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট দিপা সুব্রামানিয়াম বলেন, অন্য সময়ের তুলনায় বর্তমানে দ্রুত কনটেন্ট প্রকাশ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। সব পর্যায়ের ক্রিয়েটরদের দক্ষতা বৃদ্ধির জন্য কোনো বাঁধা ছাড়া নতুন নতুন টুলের ব্যবহার করা প্রয়োজন। অ্যাডোবি এক্সপ্রেস ও প্রিমিয়াম প্রোতে টিকটকের নতুন ডাইরেক্ট পোস্ট ফিচারের মাধ্যমে ক্রিয়েটররা দ্রুত ও ভালো মানের কনটেন্ট প্রকাশ করতে পারবে।
টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স আরেকটি ভিডিও এডিটিং টুল হল ক্যাপকাট। এই অ্যাপে ১০ কোটি ব্যবহারকারী রয়েছে। এই অ্যাপের এডিট করা ভিডিওগুলো সরাসরি টিকটকে প্রকাশ করা যাবে।
এ ছাড়া টুইচ স্ট্রিমাররা প্ল্যাটফর্মটির টুইচ ক্লিপ এডিটর ব্যবহার করে তাদের ভিডিওগুলো প্রোট্রেইট মোডে পরিবর্তন করে টুইটারে শেয়ার করতে পারবে। ভিডিওগুলো টিকটকে ড্রাফট হিসেবেও এক্সপোর্ট করা যাবে, যাতে পরবর্তীতে ভিডিওগুলো এডিট করা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমের মার্কেটিং টুল সোশ্যালপাইলটও এই ফিচারটি গ্রহণ করেছে। পেশাদার, দল, এজেন্সি ও ব্যবসায়ীদের স্বয়ংক্রিয়ভাবে কনটেন্ট পোস্টের সুবিধা দেবে।
ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৩ ঘণ্টা আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১৬ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৯ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৯ ঘণ্টা আগে