সাইবার হামলা নিয়ে রাশিয়াকে তাক করে বাইডেনের হুঁশিয়ারি
রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে সাইবার হামলা প্রতিরোধে ওয়াশিংটন ‘যেকোনো ধরনের ব্যবস্থা’ নেবে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের সময় বাইডেন এই হুঁশিয়ারি দিয়েছেন বলে জানান হোয়াইট হাউস।