Ajker Patrika

ইরাক থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা বাইডেনের

আপডেট : ২৭ জুলাই ২০২১, ১১: ৫৬
ইরাক থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা বাইডেনের

চলতি বছরের শেষ দিকে ইরাক থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদেমির সঙ্গে বৈঠকের পরই ঘোষণাটি দেওয়া হয়। তবে সেনা সরিয়ে নিলেও ইরাকের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ অব্যাহত রাখা হবে। মঙ্গলবার (২৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকের সামরিক বাহিনীকে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের আড়াই হাজার সেনা ইরাকে মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, গত বছর বাগদাদে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়া বাহিনীর কমান্ডারকে হত্যা করে মার্কিন বাহিনী। এরপর থেকে ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতি একটি বড় বিষয়ে পরিণত হয়েছে।

হোয়াইট হাউসের বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদেমিকে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমাদের সন্ত্রাসবিরোধী সহযোগিতা অব্যাহত থাকবে।’ 

মুস্তফা আল-খাদেমি বলেন, ‘অতীতের যেকোনো সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র ও ইরাকের সম্পর্ক এখন অনেক বেশি শক্তিশালী। অর্থনীতি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতিসহ আরও অনেক খাতে দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।’ 

বৈঠকে ইরাকের মাটিতে বিদেশি কোনো সৈন্যের প্রয়োজন নেই বলে জানান খাদেমি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত