Ajker Patrika

ইরাক থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা বাইডেনের

আপডেট : ২৭ জুলাই ২০২১, ১১: ৫৬
ইরাক থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা বাইডেনের

চলতি বছরের শেষ দিকে ইরাক থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদেমির সঙ্গে বৈঠকের পরই ঘোষণাটি দেওয়া হয়। তবে সেনা সরিয়ে নিলেও ইরাকের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ অব্যাহত রাখা হবে। মঙ্গলবার (২৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকের সামরিক বাহিনীকে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের আড়াই হাজার সেনা ইরাকে মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, গত বছর বাগদাদে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়া বাহিনীর কমান্ডারকে হত্যা করে মার্কিন বাহিনী। এরপর থেকে ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতি একটি বড় বিষয়ে পরিণত হয়েছে।

হোয়াইট হাউসের বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদেমিকে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমাদের সন্ত্রাসবিরোধী সহযোগিতা অব্যাহত থাকবে।’ 

মুস্তফা আল-খাদেমি বলেন, ‘অতীতের যেকোনো সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র ও ইরাকের সম্পর্ক এখন অনেক বেশি শক্তিশালী। অর্থনীতি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতিসহ আরও অনেক খাতে দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।’ 

বৈঠকে ইরাকের মাটিতে বিদেশি কোনো সৈন্যের প্রয়োজন নেই বলে জানান খাদেমি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত