জার্মানের বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৃহস্পতিবার ওয়াশিংটনে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও জার্মানি ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে রাশিয়া-জার্মানি গ্যাস পাইপলাইনের বিষয়ে ম্যার্কেলের কাছে উদ্বেগ প্রকাশ করেন বাইডেন। জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের সুযোগ মস্কোকে না দেওয়ার বিষয়ে একমত হয়েছেন তাঁরা।
তবে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নিয়ে বৈঠকে জো বাইডেন ও অ্যাঙ্গেলা ম্যার্কেলের মধ্যে মতপার্থক্য হয়েছে। এ বিষয়ে অবশ্য জো বাইডেন বলেন, ‘ভালো বন্ধুদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে।’
নর্ড স্ট্রিম টু গ্যাস পাইপলাইন সমাপ্তির কাছাকাছি রয়েছে; যা ১১ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের। এই পাইপলাইন দিয়ে দ্বিগুণ পরিমাণ গ্যাস রাশিয়া থেকে আমদানি করতে পারবে জার্মানি। তবে এ ক্ষেত্রে ইউক্রেন ট্রানজিট ফি থেকে বঞ্চিত হবে।
বাইডেন বলেন, ‘ইউক্রেনের জ্বালানি নিরাপত্তা দুর্বল করা হলে কী কার্যকর ব্যবস্থা নেওয়া যেতে পারে, তা যুক্তরাষ্ট্র ও জার্মানি পর্যবেক্ষণ করবে।’
ম্যার্কেল বলেন, ‘এ প্রকল্পটির কারণে কী কী ঘটতে পারে তা নিয়ে আমরা বিভিন্ন ধরনের মূল্যায়ন করেছি। তবে আমি স্পষ্ট করে বলতে চাই, আগের মতো প্রাকৃতিক গ্যাসের জন্য ইউক্রেনকে একটি ট্রানজিট দেশ হিসেবে ব্যবহার করতে হবে।’
বৈঠকে চীনের ‘গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের’ বিরোধিতা করেছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। হাইতিতে সেনা পাঠানোর বিষয়ে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্তে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই। কিউবার চলমান আন্দোলন সম্পর্কে বাইডেন বলেন, ‘ব্যর্থ রাষ্ট্র’ নাগরিকদের দমন করছে।
জার্মানের বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৃহস্পতিবার ওয়াশিংটনে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও জার্মানি ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে রাশিয়া-জার্মানি গ্যাস পাইপলাইনের বিষয়ে ম্যার্কেলের কাছে উদ্বেগ প্রকাশ করেন বাইডেন। জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের সুযোগ মস্কোকে না দেওয়ার বিষয়ে একমত হয়েছেন তাঁরা।
তবে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নিয়ে বৈঠকে জো বাইডেন ও অ্যাঙ্গেলা ম্যার্কেলের মধ্যে মতপার্থক্য হয়েছে। এ বিষয়ে অবশ্য জো বাইডেন বলেন, ‘ভালো বন্ধুদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে।’
নর্ড স্ট্রিম টু গ্যাস পাইপলাইন সমাপ্তির কাছাকাছি রয়েছে; যা ১১ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের। এই পাইপলাইন দিয়ে দ্বিগুণ পরিমাণ গ্যাস রাশিয়া থেকে আমদানি করতে পারবে জার্মানি। তবে এ ক্ষেত্রে ইউক্রেন ট্রানজিট ফি থেকে বঞ্চিত হবে।
বাইডেন বলেন, ‘ইউক্রেনের জ্বালানি নিরাপত্তা দুর্বল করা হলে কী কার্যকর ব্যবস্থা নেওয়া যেতে পারে, তা যুক্তরাষ্ট্র ও জার্মানি পর্যবেক্ষণ করবে।’
ম্যার্কেল বলেন, ‘এ প্রকল্পটির কারণে কী কী ঘটতে পারে তা নিয়ে আমরা বিভিন্ন ধরনের মূল্যায়ন করেছি। তবে আমি স্পষ্ট করে বলতে চাই, আগের মতো প্রাকৃতিক গ্যাসের জন্য ইউক্রেনকে একটি ট্রানজিট দেশ হিসেবে ব্যবহার করতে হবে।’
বৈঠকে চীনের ‘গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের’ বিরোধিতা করেছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। হাইতিতে সেনা পাঠানোর বিষয়ে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্তে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই। কিউবার চলমান আন্দোলন সম্পর্কে বাইডেন বলেন, ‘ব্যর্থ রাষ্ট্র’ নাগরিকদের দমন করছে।
২০২০ সালের সীমান্ত সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত সম্পর্ককে নতুন করে গড়তে ভারত ও চীন সরাসরি ফ্লাইট পুনরায় চালু হচ্ছে। এ ছাড়া বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ বাড়ানোর বিষয়েও একমত হয়েছে দক্ষিণ এশিয়ার বৃহৎ অর্থনীতির এই দুই দেশ। ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপ্রতিরোধ্য...
৩৮ মিনিট আগেটেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় কংগ্রেসের আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে তীব্র বিতর্কে নতুন করে মাথাচাড়া দিয়েছে। আমেরিকান গণতন্ত্রকে হুমকির মুখে দেখছেন অধিকাংশ মার্কিনিরা। রয়টার্স/ইপসোস পরিচালিত এক জরিপে দেখা গেছে, অর্ধেকেরও বেশি আমেরিকান মনে করছেন, দলীয় স্বার্থে জেরিম্যান্ডারিং বা আসন সীমানায়...
১ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রতি নতুন শর্ত দিয়েছেন। তিনজন ক্রেমলিন-ঘনিষ্ঠ সূত্রের বরাতে বৃহস্পতিবার রাতে (২১ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুতিন চাইছেন পূর্বাঞ্চলের দোনবাস অঞ্চল পুরোপুরি ছেড়ে দিক ইউক্রেন।
১ ঘণ্টা আগে‘সানেক্স’ শাওয়ার জেলের একটি বিজ্ঞাপন সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে যুক্তরাজ্যের বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা ‘অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস অথোরিটি’ (এএসএ)। সংস্থাটির মতে—বিজ্ঞাপনটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে, তা থেকে মনে হতে পারে শ্বেতাঙ্গ ত্বক কৃষ্ণাঙ্গ ত্বকের তুলনায় শ্রেষ্ঠ।
১ ঘণ্টা আগে