জাবির গণরুম: পড়ার সঙ্গী মশার কামড়, ঘুমের সঙ্গী ছারপোকা
জানালার গ্রিলে ঝুলছে জামাকাপড়। মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে তেলচটচটে বিছানা। কক্ষের এক পাশ থেকে অন্য পাশে এসব বিছানা মাড়িয়ে যেতে হয়। যেখানে তোশক নেই, সেখানে রাখা ব্যাগ, নিত্যব্যবহারের সামগ্রী। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ছাত্র সংসদ কক্ষ।
সাধারণত নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের