কনক সারোয়ারের বোনকে জামিন দিতে রুল
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নুসরাত শাহরিন রাকাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন।