Ajker Patrika

১৯ দিন পর জামিন পেলেন ২৪ নেতা-কর্মী

সখীপুর প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ১৬
১৯ দিন পর জামিন পেলেন ২৪ নেতা-কর্মী

পুলিশের দায়ের করা মামলায় ১৯ দিন কারাভোগের পর জামিন পেয়েছেন সখীপুরে উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের ২৪ নেতা-কর্মী। গত সোমবার টাঙ্গাইল আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। এ ছাড়া একই মামলায় জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার লালকে জামিন না দিয়ে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সিনিয়র সদস্য আলমগীর সিদ্দিকী আজকের পত্রিকাকে জানান, ২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের সময় পুলিশের দায়ের করা মামলায় কৃষক শ্রমিক জনতা লীগের ২৫ নেতা-কর্মীকে গত ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে আদালতে আত্মসমর্পণ করতে যান। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সোমবার ২৪ নেতা-কর্মীকে জামিন দেন আদালত।

এ বিষয়ে জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু বলেন, দলীয় ২৫ নেতা-কর্মীর মধ্যে জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আদুল হালিম সরকারকে ছাড়া ২৪ জনকে জামিন দিয়েছেন আদালত। এটা খুবই দুঃখজনক যে তিনি শুধু দলীয় নেতা নয় একজন বীর মুক্তিযোদ্ধা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত