মুক্তিপণ না পেয়ে কলেজছাত্রকে হত্যা, ১০ দিন পর বস্তাবন্দী লাশ উদ্ধার
সাভারের আশুলিয়ায় অপহরণের ১০ দিন পর পুকুরে মিলল কলেজছাত্র ফারাবি আহমেদ হৃদয়ের বস্তাবন্দী মরদেহ। আজ বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার মোজার মিল এলাকার শিববাড়ি ইস্টার্ন হাউজিং জলাশয় থেকে লাশ উদ্ধার করা হয়। পানিতে লাশ যেন ভেসে না ওঠে, সে জন্য বস্তার সঙ্গে ইট বেঁধে দিয়েছিল হত্যাকারীরা।