সেকেন্ডে বেঁচে গেল তাহমিদ
কমান্ডো দুই পা এগোতেই ‘ও আল্লাহ…’ বলে চিৎকার করে মাটিতে সেজদায় পড়ে গেলেন শাহরিয়ার খান। অনেকক্ষণ পর যখন উঠলেন, তখন তাঁর চোখমুখে প্রশান্তির ছাপ। তিনি শক্ত করে আমার বাঁ হাত ধরেন, কোনো কথা বলতে পারেন না। এরই মধ্যে তাঁর মোবাইল ফোন বেজে ওঠে। একটি নম্বর থেকে ছেলে তাহমিদ ফোন করেছেন। ছেলের কণ্ঠ শুনে কান্নায়