Ajker Patrika

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে তিন দিনের রিমান্ডে মসজিদের খতিব

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৭ জুন ২০২১, ১৪: ০০
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে তিন দিনের রিমান্ডে মসজিদের খতিব

চট্টগ্রাম: জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের আদালত নগরীর ফিরোজ শাহ কলোনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. শামীমুর রহমানের (৪৩) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালত শামীমুরের এই রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের উপপরিদর্শক রাছিব খান আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, তাঁর বাসায় আনসার আল ইসলামের সাংগঠনিক বৈঠক হতো। সিরিয়াফেরত জঙ্গি শাখাওয়াত আলী লালুর দেওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (১৫ জুন) তাঁকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়। তিনি স্থানীয় একটি কওমি মাদ্রাসার শিক্ষক। শামীমের বাড়ি গোপালগঞ্জে। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত খতিব শামীমের বাসায় আনসার আল ইসলামের সাংগঠনিক বৈঠক হতো। পুলিশকে এ তথ্য দেন সিরিয়াফেরত জঙ্গি শাখাওয়াত আলী। এ তথ্যের ভিত্তিতে সিটিটিসি শামীমকে গ্রেপ্তার করে। পুলিশ তাঁর বিরুদ্ধে খুলশী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপপরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘আনসার আল ইসলামের সদস্য শামীমুর রহমানকে গত বুধবার সন্ধ্যায় আদালতে হাজির করা হয়। আমরা তাঁর পাঁচ দিনের রিমান্ড আবেদন করি। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত