আফগানিস্তানে কী অর্জন করতে চায় ক্ষুদ্র দুর্বল আইএস
ইরাক, সিরিয়া ও অন্যান্য অঞ্চলে ব্যাপক রক্তপাতের পর পর্যুদস্ত হয়ে এখন আফগানিস্তানের এই ক্রান্তিকালে কেন আইএস মরিয়া হয়ে উঠেছে? তালেবানের মতো সংগঠিত ও শক্তিশালী একটি গোষ্ঠী ক্ষমতায় থাকার পরও এখানে কী অর্জন করতে চায় তারা? আর কীভাবেই-বা তারা খোরাসানের বাইরেও এত বড় হামলা পরিচালনা করতে পারছে?