Ajker Patrika

রাজধানীতে জামায়াত-শিবির সন্দেহে আটক পাঁচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে জামায়াত-শিবির সন্দেহে আটক পাঁচ

রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ ও জামায়াত-শিবির সন্দেহে পাঁচজনকে আটক করেছে র‍্যাব। তাঁকে রাজধানীর টিকাটুলিতে র‍্যাব-৩ এর কার্যালয়ে নেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজকের পত্রিকাকে এ তথ্য জানান। র‍্যাব-৩ এর আরেক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, আগামীকাল শুক্রবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। 

সরেজমিনে জানা যায়, আটককৃতরা রাজধানীর ওয়ারীর স্বামীবাগের মিতালী স্কুল গলিতে ৬৯ নম্বর টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিট) ভবনের নিচতলায় এইচজি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। এই ভবনের নিরাপত্তারক্ষী নজির মিয়া আজকের পত্রিকাকে বলেন, এই ভাড়াটিয়ারা তিন থেকে চার বছর এখানে ভাড়া আছে। কিন্তু, আমরা তাঁদের সম্পর্কে কোন কিছু জানতাম না। হঠাৎ করেই আজ সকাল ৭টার দিকে থেকে এই বাসায় অভিযান চালায় র‍্যাব-৩। সারা দিন-রাত যাওয়া-আসা করে সন্ধ্যার পরে পাঁচজনকে নিয়ে যায়। 

ফ্ল্যাটের পাশে এক প্রতিবেশী পূবালী ব্যাংকের কর্মকর্তা মিতালী আজকের পত্রিকাকে বলেন, আমরা কখনই তাঁদের উচ্ছৃঙ্খল দেখিনি। মাঝে মাঝে শুক্রবার তাঁদের নামাজ পড়তে যেতে দেখতাম। এ ছাড়া আমাদের সঙ্গে দেখা হলেও মাথা নিচু করে চলে যেত। তাঁরাও কথা বলত না, আমরাও বলতাম না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত