আমার মেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট ছিল—এটাই কি তার অপরাধ’, বিলাপ সুরে অবন্তিকার মায়ের প্রশ্ন
এ বিষয়টি আমি চেয়ারম্যানকে জানিয়েছি। প্রক্টরকে জানিয়েছি কোনো প্রতিকার পাইনি। যে মেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট হয়, সে কীভাবে আত্মহত্যা করার চিন্তা করে। সে মেয়ে জিডি পাইলটে টিকেছে (বেসামরিক পাইলট)। যে অল রাউন্ডার ও অল স্কয়ার হিসেবে জিডি পাইলটে টিকেছে, সে কেন আত্মহত্যা করে...