সুনামগঞ্জে বন্ধুর ছুরিতে বন্ধু খুন
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরির আঘাতে প্রাণ হারালেন আরেক বন্ধু। রোববার বিকেলে রোহান তাঁর সঙ্গে অন্য একজনকে সঙ্গে করে নয়নের দোকানে আড্ডা দিতে যায়। পরে একপর্যায়ে রোহান নয়নকে তাঁদের নাশতা খাওয়াতে বলে। পরে নয়ন একপর্যায়ে বলে ওঠে, ‘তোর সঙ্গে যাকে নিয়ে এসেছিস সে ভালো লোক নয়।’