ম্যাচ চলাকালীন মাঠে দর্শক ঢুকে পড়া নতুন কিছু নয়। তবে ব্রাজিলের ঘরোয়া যুব ফুটবলে গত রাতে যা ঘটে গেল, তা একেবারেই অনাকাঙ্ক্ষিত।
সাও পাওলো-পালমেইরাস ম্যাচের তখন ৫০ মিনিট চলছিল। ডি-বক্সের ভেতরে ফাউল নিয়ে দুদলের খেলোয়াড়েরা তর্কে জড়িয়ে যান। এমন সময় ছুরি নিয়ে মাঠে ঢুকে পড়েন সাও পাওলোর এক উত্তেজিত সমর্থক।
নিজেদের দলের বিপক্ষে পালমেইরাসের ১-০ গোলে এগিয়ে থাকা ভালোভাবে নিতে পারেনি সমর্থকেরা। মাঠের উত্তেজনা তাই ছড়িয়ে পড়ে গ্যালারিতে। পালমেইরাস ফুটবলারদের ওপর চড়াও হতে ছুরি নিয়ে মাঠে ঢুকে পড়েন সেই খ্যাপাটে দর্শক।
উত্তেজনাপূর্ণ ম্যাচটি অবশ্য ২-০ গোলে জিতেছে পালমেইরাস। তবে ফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন ওই দর্শকের কাণ্ড।
গ্যালারি থেকে আচমকা মাঠে ঢুকে ছুরি আতঙ্ক ছড়ানো, পালমেইরাস ফুটবলারের ওপরচড়াও হওয়ার জেরে বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ রাখেন রেফারি। সাও পাওলোর ফুটবলার ও ম্যাচ অফিসিয়ালরা দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান পালমেইরাস ফুটবলাররা।
হামলার চেষ্টা চালানো ওই দর্শককে আটক করে পুলিশ। এ ব্যাপারে ব্রাজিলের ক্রীড়া অপরাধ দমন পুলিশের কর্মকর্তা সিজার সাদ বলেছেন, ‘মাঠের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখছি সে কীভাবে ছুরি নিয়ে মাঠে ঢুকল। সব কিছুই তদন্ত করে বের করা হবে।’
ম্যাচ চলাকালীন মাঠে দর্শক ঢুকে পড়া নতুন কিছু নয়। তবে ব্রাজিলের ঘরোয়া যুব ফুটবলে গত রাতে যা ঘটে গেল, তা একেবারেই অনাকাঙ্ক্ষিত।
সাও পাওলো-পালমেইরাস ম্যাচের তখন ৫০ মিনিট চলছিল। ডি-বক্সের ভেতরে ফাউল নিয়ে দুদলের খেলোয়াড়েরা তর্কে জড়িয়ে যান। এমন সময় ছুরি নিয়ে মাঠে ঢুকে পড়েন সাও পাওলোর এক উত্তেজিত সমর্থক।
নিজেদের দলের বিপক্ষে পালমেইরাসের ১-০ গোলে এগিয়ে থাকা ভালোভাবে নিতে পারেনি সমর্থকেরা। মাঠের উত্তেজনা তাই ছড়িয়ে পড়ে গ্যালারিতে। পালমেইরাস ফুটবলারদের ওপর চড়াও হতে ছুরি নিয়ে মাঠে ঢুকে পড়েন সেই খ্যাপাটে দর্শক।
উত্তেজনাপূর্ণ ম্যাচটি অবশ্য ২-০ গোলে জিতেছে পালমেইরাস। তবে ফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন ওই দর্শকের কাণ্ড।
গ্যালারি থেকে আচমকা মাঠে ঢুকে ছুরি আতঙ্ক ছড়ানো, পালমেইরাস ফুটবলারের ওপরচড়াও হওয়ার জেরে বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ রাখেন রেফারি। সাও পাওলোর ফুটবলার ও ম্যাচ অফিসিয়ালরা দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান পালমেইরাস ফুটবলাররা।
হামলার চেষ্টা চালানো ওই দর্শককে আটক করে পুলিশ। এ ব্যাপারে ব্রাজিলের ক্রীড়া অপরাধ দমন পুলিশের কর্মকর্তা সিজার সাদ বলেছেন, ‘মাঠের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখছি সে কীভাবে ছুরি নিয়ে মাঠে ঢুকল। সব কিছুই তদন্ত করে বের করা হবে।’
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এমন সময়ে দলে হঠাৎ পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েক দিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। লিটন দাস, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তদের অনুশীলন সেশন করিয়েছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। অনুশীলনে শিষ্যরা কী করছেন, সবই কেলি বিশেষ একটা ডিভাইসের মাধ্যমে ধরতে পারেন।
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি সনি বেকারের। কদিন আগে কেবল ডাক পেয়েছেন ইংল্যান্ড দলে। ইংল্যান্ডের জার্সি গায়ে চড়ানোর আগেই রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’ করেছেন হ্যাটট্রিক।
৩ ঘণ্টা আগেক্রিকেটারদের স্কিল উন্নত করতে বিভিন্ন পদ্ধতির ব্যবহারে খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশ। এবার ব্যাটারদের পাওয়ার হিটিং বাড়াতে যুক্ত হলো একেবারেই ভিন্ন ধরনের ট্রেনিং টুল—প্রো ভেলোসিটি ব্যাট।
৩ ঘণ্টা আগে