মৃত্যু নয়, জীবন চাই
চার দশকের বেশি সময় ধরে শ্রমিকের পাশে সক্রিয়ভাবে যুক্ত আছি। প্রতিদিনই শ্রমিকের কণ্ঠ শুনি—কখনো রুটি-রুজির কথা, কখনো নিরাপত্তার অভাব, কখনো মজুরিবৈষম্য তথা নিপীড়নের গল্প। কিন্তু কোনো গল্পই যেন মৃত্যুর গল্পের চেয়ে বড় হয় না। প্রতি মাসে, প্রতি সপ্তাহে, এমনকি প্রায় প্রতিদিনই খবর পাই কেউ সড়কে প্রাণ হারাল, কে