চাঁদা আদায়ে নখ উপড়ে ফেলার মতো নির্যাতন-স্পৃহার উৎস কোথায়
কথায় কথায় কলার চেপে ধরা বা হুমকি-ধামকি—এসব এখন সেকেলে কারবার। বেধড়ক পিটিয়ে কাউকে মুমূর্ষু করে ফেলা বা কয়েক মাসের শিশু থেকে শুরু করে সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণ করার মতো নির্যাতনের বহুবিধ উদাহরণ তো সামনেই রয়েছে। সঙ্গে নাটোরে চাঁদা না পেয়ে দোকান কর্মচারীর হাতের আঙুলের নখ উপড়ে নেওয়ার খবরটি জুড়ে নিলে নির